নাটোর জেলার পোস্ট কোড ও এরিয়া কোড 

রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত নাটোর নামের একটি জেলা বাংলাদেশের অন্যতম নাম করা একটি জেলা। এই জেলাতে রয়েছে অনেক দার্শনিক স্থান। এবং সেই সাথে রয়েছে আরো অনেক পোস্ট অফিস। নাটোর জেলার প্রতিটি পোস্ট অফিস নাটোর জেলার বাসিন্দাদের খুবই উন্নত মানের সেবা প্রদান করে থাকেন। 

পোস্ট অফিস এবং পোস্ট কোড সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা পোস্ট অফিসের সাহায্যে অনেক গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় কাজ করাতে পারি অর্থাৎ করিয়ে থাকি। চাইলে আপনিও পোস্ট অফিসের সাহায্যে আপনার দাপ্তরিক কাজ বা চিঠিপত্র আদান প্রদান করতে পারেন। 

আমরা দেখে থাকি অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে নাটোর জেলার পোস্ট কোড জানতে চেয়ে ইন্টারনেটে অনুসন্ধান করেন। তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা নাটোর জেলার সকল পোস্টকোড একত্রিত করে একটি তালিকা তৈরি করে দিয়েছি। এখান থেকে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় পোস্ট অফিসের পোস্ট কোড টি পেয়ে যাবেন।

নাটোর জেলার পোস্ট অফিস

প্রতিটি পোস্ট অফিস বাংলাদেশের সরকারি সংস্থা।বর্তমান সময়ে প্রতিটি পোস্ট অফিস গ্রাহকদেরকে উন্নত মানের ডিজিটাল সেবা প্রদান করে যাচ্ছে। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় কোন জিনিস বা তথ্য অল্প কিছু দিনের ব্যবধানে খুব নিখুঁত ভাবে আপনার কাঙ্খিত স্থানে পোস্ট অফিসের সাহায্যে তা পৌঁছাতে পারবেন।

কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই পোস্ট অফিসের পোস্ট কোডটি জেনে রাখতে হবে। তার সাথে আপনাকে জেনে রাখতে হবে আপনার নিকটস্থ পোস্ট অফিসের সময়সূচী। কেননা প্রতিটি পোস্ট অফিস একটি নির্দিষ্ট সময়সূচী মেনে গ্রাহকদেরকে সেবা দিয়ে থাকেন।

নাটোর জেলার প্রতিটি পোস্ট অফিস সকাল 9 টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। এবং নাটোর জেলার প্রতিটি পোস্ট অফিস সপ্তাহে প্রতি শুক্রবার বন্ধ থাকে। আপনি আপনার প্রয়োজনীয় তথ্য বা জিনিস আদান-প্রদান করাতে এই সময়সূচী এবং বন্ধের দিন অবশ্যই স্মরণে রাখবেন।

নাটোর জেলার পোস্ট কোড

নাটোর জেলার প্রতিটি পোস্ট অফিস খুবই সুন্দর এবং উন্নত। এবং প্রতিটি পোস্ট অফিসের কর্মকর্তারা গ্রাহকদের সাথে খুবই সুন্দর আচরণ করে থাকেন। আপনি যদি নাটোর জেলার কোন পোস্ট অফিসের পোস্ট কোড জানতে চান। তাহলে অবশ্যই আপনি নিজের তালিকাতে লক্ষ্য করুন। আশা করি আপনি আপনার প্রয়োজনীয় পোস্ট কোডটি খুব সহজেই পেয়ে যাবেন।

জেলাউপজেলাউপকার্যালয়পোস্ট কোড (ডাক সংকেত)
নাটোরনাটোর সদরদিঘাপাতিয়া                                     ৬৪০১
নাটোরনাটোর সদরবাইদ্দ্যাবল ঘরিয়া                                 ৬৪০২
নাটোরনাটোর সদরমাধনগর                                      ৬৪০৩
নাটোরনাটোর সদরনাটোর সদর                                   ৬৪০০
নাটোরহারুয়াদয়ারামপুর                                      ৬৪৩১
নাটোরহারুয়াবড়াইগ্রাম                                       ৬৪৩২
নাটোরহারুয়াহারুয়া                                        ৬৪৩০
নাটোরহাতগুরুদাসপুর                                 হাতগুরুদাসপুর                                 ৬৪৪০
নাটোরগোপালপুর Upoগোপালপুর U.P.O                                 ৬৪২০
নাটোরগোপালপুর Upoআব্দুলপুর                                       ৬৪২২
নাটোরগোপালপুর Upoলালপুর S.O                                     ৬৪২১
নাটোরলক্ষ্মণ                                       লক্ষ্মণ                                       ৬৪১০
নাটোরসিংড়া                                      সিংড়া                                      ৬৪৫০

গুরুত্বপূর্ণ কিছু কথা :-

আমরা সর্বদা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যায়। তার মাঝেও যদি আমাদের কোন ভুল ত্রুটি হয়ে থাকে বা কোন পোস্ট কোড মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাঝে তা জানিয়ে দিবেন। আপনার কমেন্টের যথেষ্ট মূল্য দিয়ে আমরা সেটি সংশোধন করে নিব।

আর আপনার গুরুত্বপূর্ণ পোস্ট কোড টি খুঁজে পেয়েছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের পোস্টটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। বাংলাদেশের বিভিন্ন জেলার পোস্টকোড ও এরিয়া কোড খুঁজতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!

আরো দেখুন:

Google News