কুড়িগ্রাম জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

আপনি যদি কুড়িগ্রাম জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড এবং এরিয়া কোড খুঁজে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। কারণ আমরা আজকে কুড়িগ্রাম জেলার পোস্ট কোড ও এরিয়া কোড সম্পর্কে তথ্য নিয়ে হাজির হয়েছি। যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যটিও খুব সহজেই পেয়ে যাবেন।

চলুন জেনে নেওয়া যাক কুড়িগ্রাম জেলার সকল পোস্ট কোডো ও এরিয়া কোড সম্পর্কিত তথ্য। কুড়িগ্রাম জেলাতে অসংখ্য পোস্ট অফিস রয়েছে।এবং প্রতিটি পোস্ট অফিস একটি নির্দিষ্ট পোস্ট কোড বহন করে। আপনি যদি কুড়িগ্রাম জেলার কোন পোস্ট অফিসের সাহায্যে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে চান তাহলে অবশ্যই আপনাকে কাঙ্ক্ষিত পোস্ট অফিসের পোস্ট কোড টি জানা জরুরী।

কেননা কাঙ্খিত পোস্ট অফিসের পোস্ট কোড জানা না থাকলে আপনি সেখানে আপনার প্রয়োজনীয় তথ্যটি পোস্ট অফিসের সাহায্যে পাঠাতে ব্যর্থ হবেন।কারণ আপনার দেওয়া সঠিক পোস্ট অফিসের পোস্ট কোডটি ধরেই কাঙ্খিত তথ্যটি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবে। পোস্ট অফিসের পোস্ট কোড জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

কুড়িগ্রাম জেলার পোস্ট অফিস সার্ভিস

কুড়িগ্রাম জেলার ভিতরে অনেক সংখ্যক পোস্ট অফিস রয়েছে। প্রতিটি পোস্ট অফিস গ্রাহকদেরকে খুবই উন্নত ডিজিটাল সেবা প্রদান করে যাচ্ছেন। কুড়িগ্রাম জেলার নিকটস্থ পোস্ট অফিসের সাহায্যে আপনি প্রয়োজনীয় তথ্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই পাঠাতে পারবেন।

কুড়িগ্রাম জেলার প্রতিটি পোস্ট অফিস সরকারি নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় সূচি মেনে খোলা হয়, এবং একটি নির্দিষ্ট সময় সূচি মেনে তা বন্ধ করা হয়। কুড়িগ্রাম জেলার প্রতিটি পোস্ট অফিস সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে প্রতি শুক্রবার বন্ধ রাখা হয়। 

কুড়িগ্রাম জেলার প্রতিটি পোস্ট অফিস সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা রাখা হয়। আপনি যদি পোস্ট অফিসের সাহায্যে কিছু পাঠাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্ট অফিসে পৌঁছাতে হবে।

কুড়িগ্রাম জেলার পোস্ট কোড

অনেকেই কুড়িগ্রাম জেলার বিভিন্ন পোস্ট কোড জানতে চাই ইন্টারনেটে অনুসন্ধান করে। আপনি কুড়িগ্রাম জেলার যেকোন পোস্ট অফিসের পোস্ট কোড খুব সহজেই জেনে নিতে পারবেন আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে। 

কারন আমরা কুড়িগ্রাম জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড নিখুঁত ভাবে তালিকা আকারে নিচে সাজিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আপনার প্রয়োজনীয় পোস্ট কোড বা তথ্যটি পেটে নিচের তালিকাতে লক্ষ্য করুন। আশা করি আমাদের পোস্টটি আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবে।

জেলাউপজেলাউপকার্যালয়পোস্ট কোড (ডাক সংকেত)
কুড়িগ্রামউলিপুরউলিপুর                                 ৫৬২০
কুড়িগ্রামউলিপুরবাজারহাট                                ৫৬২১
কুড়িগ্রামরাজিবপুর                               রাজিবপুর                               ৫৬৫০
কুড়িগ্রামকুড়িগ্রাম সদরপান্ডুল                                    ৫৬০১
কুড়িগ্রামকুড়িগ্রাম সদরকুড়িগ্রাম সদর                               ৫৬০০
কুড়িগ্রামকুড়িগ্রাম সদরফুলবাড়ী                                  ৫৬৮০
কুড়িগ্রামচিলমারীজোড়গাছা                                  ৫৬৩১
কুড়িগ্রামচিলমারীচিলমারী                                     ৫৬৩০
কুড়িগ্রামনাগেশ্বর                                  নাগেশ্বর                                  ৫৬৬০
কুড়িগ্রামরাজারহাটরাজারহাট                               ৫৬১০
কুড়িগ্রামরাজারহাটনাজিমখান                               ৫৬১১
কুড়িগ্রামভুরুঙ্গামারী                                   ভুরুঙ্গামারী                                   ৫৬৭০
কুড়িগ্রামরৌমারী                                রৌমারী                                ৫৬৪০

শেষ কথা :-

আমরা সর্বদা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যায়। তার মাঝেও যদি আমাদের কোন ভুল ত্রুটি হয়ে থাকে বা কোন পোস্ট কোড মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাঝে তা জানিয়ে দিবেন। আপনার কমেন্টের যথেষ্ট মূল্য দিয়ে আমরা সেটি সংশোধন করে নিব।

আর আপনার গুরুত্বপূর্ণ পোস্ট কোড টি খুঁজে পেয়েছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের পোস্টটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। বাংলাদেশের বিভিন্ন জেলার পোস্টকোড ও এরিয়া কোড খুঁজতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!

আরো দেখুন:

Google News