কক্সবাজার জেলার পোস্ট কোড ও এরিয়া কোড-

আমাদের আজকের আলোচনা কক্সবাজার জেলার পোস্ট কোড ও এরিয়া কোড কে কেন্দ্র করে। গুগলে অনেকেই কক্সবাজারের বিভিন্ন পোস্ট অফিসের পোস্ট কোড জানতে চেয়ে অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের প্রয়োজনীয় পোস্ট কোডটি নিয়ে আমরা চলে এসেছি।

যদি আপনি এক পোষ্ট অফিসের মাধ্যমে অন্য কোন পোস্ট অফিসে আপনার প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান করতে চান। তাহলে আপনাকে সেই কাংখিত পোস্ট অফিসের পোস্ট কোডটি অবশ্যই জানাটা জরুরী। বর্তমান সময়ে বাংলাদেশ পোস্ট অফিস আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল সেবা সমূহ আমাদেরকে প্রদান করছেন।

কক্সবাজার জেলার পোস্ট অফিস

কক্সবাজার জায়গাটা সারা দেশে পর্যটন এলাকা নামে বিশেষ-ভাবে পরিচিত সবার কাছে। সারা বছর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ সেই জেলায় ঘুরতে অথবা আনন্দ ভ্রমণে যায়। বাংলাদেশের সর্ববৃহৎ সাগর, পাহাড়-পর্বত রয়েছে সেখানে। এবং সেই সাথে রয়েছে অসংখ্য পোস্ট অফিস। যে পোস্ট অফিস গুলো আমাদেরকে বিভিন্ন ভাবে সেবা প্রদান করে আসছে।

অনেক মানুষ তার নিত্য প্রয়োজনীয় কারণে প্রতিদিন পোস্ট অফিসের মাধ্যমে তথ্য আদান প্রদান করে আসছে। কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, দেশের প্রতিটি পোস্ট অফিস একটি নির্দিষ্ট সময়সূচী মেনে খোলা এবং বন্ধ করা হয়। 

প্রতিটি পোস্ট অফিস সকাল টা থেকে বিকাল টা পর্যন্ত খোলা ‌থাকে। সুতরাং আপনি যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে কোনো তথ্য প্রেরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।

কক্সবাজার জেলার পোস্ট কোড তালিকা

অনেক বড় হওয়ায় কক্সবাজার জেলার ভিতরে রয়েছে অসংখ্য পোস্ট অফিস। এবং প্রতিটি পোস্ট অফিস একটি নির্দিষ্ট পোস্টাল কোড বহন করে। আপনি যদি কোনো পোস্ট অফিসের মাধ্যমে কোনো প্রকার তথ্য প্রেরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই কাংখিত পোস্ট অফিসের পোস্ট কোডটি জানতে হবে। 

তাই আপনাদের সুবিধার্থে আমরা এখানে কক্সবাজার জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড একত্রে তালিকা ভুক্ত ভাবে নিচে সাজিয়ে দেওয়া হয়েছে। খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত প্রয়োজনীয় পোস্ট অফিসের পোস্ট কোডটি খুঁজে পাবেন।

জেলাউপজেলাসাব অফিসপোস্ট কোড (ডাক সংকেত)
কক্সবাজাররামুরামু                                  ৪৭৩০
কক্সবাজারGorakghatGorakghat                              ৪৭১০
কক্সবাজারচিরিঙ্গাচিরিঙ্গা                                   ৪৭৪০
কক্সবাজারচিরিঙ্গাMalumghat                              ৪৭৪৩
কক্সবাজারচিরিঙ্গাচিরিঙ্গা S.O                              ৪৭৪১
কক্সবাজারচিরিঙ্গাBadarkali                                ৪৭৪২
কক্সবাজারটেকনাফSt.Martin                              ৪৭৬২
কক্সবাজারটেকনাফটেকনাফ                              ৪৭৬০
কক্সবাজারটেকনাফHnila                               ৪৭৬১
কক্সবাজারকক্সবাজার সদরEidga                                   ৪৭০২
কক্সবাজারকক্সবাজার সদরZhilanja                                ৪৭০১
কক্সবাজারকক্সবাজার সদরকক্সবাজার সদর                           ৪৭০০
কক্সবাজারকুতুবদিয়া                               কুতুবদিয়া                               ৪৭২০
কক্সবাজারউখিয়া                               উখিয়া                               ৪৭৫০

কক্সবাজার জেলার এরিয়া কোড

বেশিরভাগ ক্ষেত্রেই এরিয়া কোড এবং পোস্টাল কোড প্রায় একই। বিভিন্ন প্রয়োজনে অনেকেই গুগলে কক্সবাজার জেলার এরিয়া কোড জানতে চেয়ে অনুসন্ধান করে থাকেন। তাই তাদের সুবিধার্থে উপর কক্সবাজার জেলার সমস্ত পোস্ট অফিসের পোস্ট কোডসহ একটা তালিকা তৈরি করে দিয়েছি।

বি: দ্র: আমাদের আর্টিকেলে কোনো পোস্ট কোড ভুল কিংবা মিসিং থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

পোস্ট কোড ও এরিয়া কোড একটি গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্য। আর আপনার প্রয়োজনীয় পোস্ট কোডটি খুঁজে পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। • আমাদের পোস্টটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করবেন সকলের সাথে।

আরো দেখুন:

চট্টগ্রাম জেলার পোস্ট কোড ও এরিয়া কোড

Google News