বাংলাদেশ পোস্ট অফিস সার্ভিস

বাংলাদেশ ডাক বিভাগের আধুনিক প্রযুক্তি আরও অনেক বৃদ্ধি করা হয়েছে এখন। সকলেই পোস্ট অফিসের মাধ্যমে খুব সহজেই ডিজিটাল সেবা নিতে পারছেন। এবং অনেকেই গুগলে অনুসন্ধান করে বাংলাদেশ পোস্ট অফিস কি ধরনের সার্ভিস দেয় সেটা জানতে চাই।

চাইলে আপনি আপনার যেকোনো প্রয়োজনীয় কাজ করাতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে। সাধারণত প্রয়োজনীয় চিঠি-পত্র এবং বিভিন্ন তথ্য কিংবা পার্সেল পোস্ট অফিসের মাধ্যমে সকলেই পাঠিয়ে থাকেন। বাইরের কোন দেশ থেকে জিনিসপত্র আদান-প্রদান করতে পারবেন আপনিও চাইলে।

বাংলাদেশ পোস্ট অফিস সংক্রান্ত বিষয়:

এ দেশের প্রতিটি পোস্ট অফিস গ্রাহকগণকে উন্নত সেবা প্রদান কর যাচ্ছে। চাইলে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য টি পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করতে পারবেন। তবে প্রতিটি পোস্ট অফিস একটা নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী খোলা এবং বন্ধ করা হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টার ভিতরে আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিস থেকে যে কোনো ধরনের সেবা নিতে পারবেন। পোস্ট অফিসের কর্মকর্তারা আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করবেন।

নড়াইল জেলার পোস্ট কোড

অনেকেই নড়াইল জেলার পোস্ট অফিসের পোস্টাল কোড জানতে চেয়ে অনুসন্ধান করে থাকে গুগলে। আপনারা যারা নড়াইল জেলার পোস্ট অফিসের পোস্ট কোড জানতে চাচ্ছেন। তাই আপনাদের সুবিধার্থে আমরা নড়াইল জেলার সমস্ত পোস্ট অফিসের পোস্ট কোড নিচে তালিকা ভুক্ত ভাবে দিয়ে দিয়েছি। এবং আপনি আপনার প্রয়োজনীয় পোস্ট কোডটি তালিকা থেকে খুঁজে নিতে পারেন।

জেলাউপজেলাউপকার্যালয়পোস্ট কোড (ডাক সংকেত)
নড়াইলনড়াইল সদরRatanganj                                    ৭৫০১
নড়াইলনড়াইল সদরনড়াইল সদর                                    ৭৫০০
নড়াইললক্ষ্মীপাশাইটনা                                          ৭৫১২
নড়াইললক্ষ্মীপাশাBaradia                                        ৭৫১৪
নড়াইললক্ষ্মীপাশালোহাগড়া                                      ৭৫১১
নড়াইললক্ষ্মীপাশাNaldi                                         ৭৫১৩
নড়াইললক্ষ্মীপাশালক্ষ্মীপাশা                                      ৭৫১০
নড়াইলকালিয়াকালিয়া                                         ৭৫২০
নড়াইলMohajanMohajan                                      ৭৫২১
  • আমাদের পোস্টে কোন পোস্ট অফিসের কোড মিসিং বা ভুল-ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

নড়াইল জেলার এরিয়া কোড সম্পর্কিত

হয়তো আপনি নড়াইল জেলার এরিয়া কোডটি জানতে চাচ্ছেন। কিন্তু আপনি কোডটি কোথাও খুঁজে পাচ্ছেন না! তাই আপনাদের সুবিধার জন্য আমরা নড়াইল জেলার সমস্ত স্থানের এরিয়া কোড আমাদের তালিকায় উপস্থাপন করেছি। আজ আমাদের এই আর্টিকেল থেকে খুব সহজেই সমস্ত এরিয়া কোড আপনি জেনে নিতে পারবেন।

নড়াইল জেলার পোস্ট কোড সম্পর্কিত :

নড়াইল জেলার এরিয়া কোড গুগলে অনুসন্ধান করেন অনেকেই। কিন্তু আমরা দেখেছি যে বেশির ভাগ ক্ষেত্রেই পোস্টাল কোড এবং এরিয়া কোড একই হয়ে থাকে।

আরো দেখুন:

Google News