বেঁচে থাকার লড়াইয়ে পৃথিবীতে মানুষ কত কিছুই না করে। কেউ হত্যা করে, কেউ মসজিদে ইমামতি করায়, কেউ ঘুষ খায়, কেউ চুরি করে আবার কেউ ব্যবসা করে। আপনি কী করেন সেটা কি আপনি জানেন?
আপনার সেটা জানা উচিত। যাই হোক এত কথা বলার কারণ হলো আমিও আরো 10 জন মানুষের মতো কিছু একটা করি। তাতে যদি অন্যের কিছু উপকার হয় এবং আমার কিছু আয় রোজগার হয় সেটা মন্দ হয় না। সেখান থেকেই আমাদের পথ চলা। হাটি হাটি পা এগোতে শুরু করেছি। যতদিন মানুষ উপকৃত হতে থাকবে ততদিন হয়তো আমি থাকবো।
চলতেই থাকবে দেখাযাক কতদিন হাটি হাটি পা থেকে এই পৃথিবীর বুকে দৌড়াতে পারি। সকলকে পাশে নিয়ে সকলের সাথে সকলকে সহায়তা করে সকলের মতে চলতে চাই এই পৃথিবীতে।
কোন অভিযোগ থাকলেঃ যোগাযোগ
রুহুল আমিন
Managing Director
মিতু খাতুন
Admin Director
সেতু রানী
Finance Director