সড়ক পথে ভ্রমণ করতে অনেকেই অস্বস্তি বোধ করে থাকেন।তাদের জন্য ট্রেন ভ্রমণ খুবই উপযোগী। আর ট্রেন যাত্রাকে আরামদায়ক করতে আমরা এই আর্টিকেলটি সাজিয়েছি কুলাউড়া থেকে শমসের নগর পর্যন্ত চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে। তাই এই পথে যারা ট্রেন ভ্রমণ পছন্দ করেন তাদের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ করছি।

কুলাউড়া টু শমসের নগর ট্রেনের সময়সূচী

এই পথে একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। আপনি আপনার সুবিধামত সময়ে এই পথে ভ্রমণ করতে পারবেন। নিচে ট্রেন গুলোর সময়সূচী ছক আকারে দেওয়া হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
পাহাড়িকা এক্সপ্রেস(৭২০)১১ঃ২৪১১ঃ৫৫শনিবার
উদয়ন এক্সপ্রেস(৭২৪)২২ঃ৫৭২৩ঃ২৫রবিবার
উপবন এক্সপ্রেস(৭৪০)০০ঃ৪৮০১ঃ২০নাই
কালনী এক্সপ্রেস(৭৭৪)০৭ঃ২৫০৭ঃ৫২শুক্রবার 

কুলাউড়া টু শমসের নগর ট্রেনের টিকিটের মূল্য

এই পথের ট্রেনের টিকিট আপনি কাউন্টারে অথবা অন লাইন থেকে সংগ্রহ করতে পারবেন। আসন ভিত্তিতে টিকিটের মূল্য আলাদা হওয়ায় তা ছকের মাধ্যমে তুলে ধরা হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন৪৫
শোভন চেয়ার ৫০
১ম শ্রেণি ৯০
১ম বার্থ ১১০
স্নিগ্ধা ১১৫
এসি সিট ১২৭
এসি বার্থ ১৫০

এই আর্টিকেল আপনাদের ট্রেন যাত্রাকে কিছুটা হলেও স্বস্তি দিবে বলে আমাদের বিশ্বাস। আপনারা টিকিট কেটে ও নিদিষ্ট আসনে বসে ট্রেন যাত্রা করবেন এটাই আমাদের কাম্য।সকলকে ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News