সড়ক পথে ভ্রমণ করতে অনেকেই অস্বস্তি বোধ করে থাকেন।তাদের জন্য ট্রেন ভ্রমণ খুবই উপযোগী। আর ট্রেন যাত্রাকে আরামদায়ক করতে আমরা এই আর্টিকেলটি সাজিয়েছি কুলাউড়া থেকে লাকসাম পর্যন্ত চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে। তাই এই পথে যারা ট্রেন ভ্রমণ পছন্দ করেন তাদের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ করছি।

কুলাউড়া টু লাকসাম ট্রেনের সময়সূচী

এই পথে লাকসাম ভ্রমনের জন্য আপনারা দুইটি আন্তঃনগর ট্রেন পাবেন। ট্রেন গুলো হলো পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস। নিচে এই ট্রেন গুলোর সময়সূচী ও ছুটির দিন ছকের মাধ্যমে দেখানো হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
পাহাড়িকা এক্সপ্রেস(৭২০)১১ঃ২৪১৭ঃ০০শনিবার 
উদয়ন এক্সপ্রেস(৭২৪)২২ঃ৫৭০৩ঃ৩৫রবিবার

কুলাউড়া টু লাকসাম ট্রেনের টিকিটের মূল্য

এই পথের ট্রেনের টিকিট আপনি কাউন্টারে অথবা অন লাইন থেকে সংগ্রহ করতে পারবেন। আসন ভিত্তিতে টিকিটের মূল্য আলাদা হওয়ায় তা ছকের মাধ্যমে তুলে ধরা হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন১৮০
শোভন চেয়ার ২১৫
১ম শ্রেণি ২৮৫
১ম বার্থ ৪২৫
স্নিগ্ধা ৪০৯
এসি সিট ৪৮৯
এসি বার্থ ৭৩৬

এই আর্টিকেল আপনাদের ট্রেন যাত্রাকে কিছুটা হলেও স্বস্তি দিবে বলে আমাদের বিশ্বাস। আপনারা টিকিট কেটে ও নিদিষ্ট আসনে বসে ট্রেন যাত্রা করবেন এটাই আমাদের কাম্য।সকলকে ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News