আমাদের আজকের আর্টিকেল তাদের জন্যই যারা কুলাউড়া থেকে ট্রেনে বিমান বন্দর ভ্রমণ করতে ভালোবাসেন। এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে এই আর্টিকেল সাজানো হয়েছে। এই পথে ভ্রমনের সকল জটিলতা কাটাতে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

কুলাউড়া টু বিমান বন্দর ট্রেনের সময়সূচী

ট্রেনের সময়সূচী জানা থাকলে আপনি সময়মত স্টেশনে পৌছাতে পারবেন ও সময় সাশ্রয় করতে পারবেন। কুলাউড়া থেকে বিমান বন্দর পর্যন্ত একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। ট্রেন গুলো কখন কুলাউড়া থেকে ছেড়ে যায় আবার কখন বিমান বন্দর পৌছায় তা নিচে ছক আকারে দেখানো হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
পারাবত এক্সপ্রেস(৭১০)১৬ঃ৫৮২২ঃ০০মঙ্গলবার
জয়ন্তিকা এক্সপ্রেস(৭১৮)১২ঃ৩২১৭ঃ৫৩বৃহস্পতিবার 
উপবন এক্সপ্রেস(৭৪০)০০ঃ৪৮০৬ঃ০০নাই 
কালনী এক্সপ্রেস(৭৭৪)০৭ঃ২৫১২ঃ১০শুক্রবার 

কুলাউড়া টু বিমান বন্দর ট্রেনের টিকিটের মূল্য

সড়ক পথের তুলনায় আপনি কম খরচে কুলাউড়া থেকে বিমান বন্দর  ট্রেন ভ্রমণ করতে পারবেন। আসন ভিত্তিতে এই পথের ট্রেনের টিকিটের মূল্য নিচে ছক আকারে দেওয়া হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন২৩০
শোভন চেয়ার ২৮০
১ম শ্রেণি ৩৭০
১ম বার্থ ৫৫৫
স্নিগ্ধা ৫১৯
এসি সিট ৬৩৯
এসি বার্থ ৯৫৫

এই আর্টিকেল পড়ে আপনারা যদি সামান্যতম উপকৃত হতে পারেন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। এই রকম অন্যান্য ট্রেনের যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News