সড়ক পথের ক্লান্তি ও অধিক খরচ এড়িয়ে আপনি যদি আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমনের উপায় খুঁজেন তবে আপনাকে অবশ্যই ট্রেন ভ্রমণ করতে হবে। কারণ ট্রেন ভ্রমণ খুবই সাশ্রয়ী ও আনন্দদায়ক। কিন্তু এই আরামের ভ্রমনটি অনেক সময় বিরক্তিকর হয়ে উঠে শুধুমাত্র ট্রেনের সময়সূচী না জানার কারণে। তাই আমরা আপনাদের জন্য এমন একটি আর্টিকেল নিয়ে এসেছি যেখানে আপনারা কুলাউড়া থেকে কুমিল্লা পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা পাবেন। 

কুলাউড়া টু কুমিল্লা ট্রেনের সময়সূচী

কুলাউড়া থেকে আপনি প্রায় প্রতিদিন কুমিল্লা ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এই পথে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। তাই আপনি অল্প খরচে ও স্বল্প সময়ে এই পথে ট্রেন ভ্রমণ করতে পারবেন। নিচে ট্রেন গুলোর সময়সূচী ও টিকিটের মূল্য ছক আকারে দেওয়া হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
পাহাড়িকা এক্সপ্রেস(৭২০)১১ঃ২৪১৬ঃ৩২শনিবার
উদয়ন এক্সপ্রেস(৭২৪)২২ঃ৫৭০৩ঃ০৭রবিবার

এই আরটিকেলের সকল তথ্য বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে নেওয়া। তাই আশা করি এই পথে আপনাদের ট্রেন যাত্রা কিছুটা হলেও আনন্দদায়ক করতে সাহায্য করবে এই আর্টিকেল। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মত শেষ করছি।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News