দীর্ঘ পথ ভ্রমনের জন্য ট্রেনে ভ্রমণ সব সময় আরামদায়ক। কুলাউড়া থেকে নাঙ্গলকোট পর্যন্ত দীর্ঘ পথের ট্রেন যাত্রাকে আরামদায়ক করতে আমরা তাই এই পথের সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে হাজির হয়েছি। এই আর্টিকেল আপনাদের এই পথের সকল জটিলতা দূর করে ট্রেন ভ্রমনকে উপভোগ্য করবে বলে আমাদের বিশ্বাস। 

কুলাউড়া টু নাঙ্গলকোট ট্রেনের সময়সূচী

কুলাউড়া থেকে নাঙ্গলকোট ভ্রমনের জন্য আপনাকে শুধুমাত্র পাহাড়িকা এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেনটির উপর ভরসা করতে হবে। কারণ এই পথে শুধু এই ট্রেনটি চলাচল করে থাকে। নিচে এই ট্রেনটির সময়সূচী ও কি বারে অফ থাকে তা ছকের সাহায্যে দেখানো হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
পাহাড়িকা এক্সপ্রেস(৭২০)১১ঃ২৪১৭ঃ২১শনিবার

কুলাউড়া টু নাঙ্গলকোট ভাড়ার তালিকা

সড়ক পথের তুলনায় আপনি কম খরচে কুলাউড়া থেকে নাঙ্গলকোট ট্রেন ভ্রমণ করতে পারবেন। আসন ভিত্তিতে এই পথের ট্রেনের টিকিটের মূল্য নিচে ছক আকারে দেওয়া হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন১৬০
শোভন চেয়ার ২২৫
১ম শ্রেণি ৩০০
১ম বার্থ ৪৫০
স্নিগ্ধা ৪৩২
এসি সিট ৫১৮
এসি বার্থ ৭৭৭

এই আর্টিকেল পড়ে আপনারা যদি সামান্যতম উপকৃত হতে পারেন তবেই আমাদের কষ্ট সার্থক হবে। এই রকম অন্যান্য ট্রেনের যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News