আসসালামু আলাইকুম, 

বন্ধুরা আজকের এই পোস্টে আমরা খুব সহজেই জেনে নিবো আব্দুলপুর টু জয়দেবপুর ইন্টারসিটি ট্রেন সিডিউল এর ব্যাপারে। তো এই রোডে মোট তিনটি ট্রেন চলাচল করে নিচে তাদের লিস্ট দেওয়া হলো।

  1. Barendra Express (731)
  2. Titumir Express (738)
  3. Banglabandha Express (804)

উপরের এই তিনটি ট্রেনই মূলত আব্দুলপুর টু জয়দেবপুর রোডে চলাচল করে।

অফ ডে:

  1. Barendra Express) ট্রেনটি রবিবার বন্ধ থাকে।
  2. Titumir Express) এই ট্রেনটি বুধবার দিন বন্ধ থাকে।
  3. Banglabandha Express) এই ট্রেনটি শনিবার দিন বন্ধ রেখে বাকি ৬ দিন চলাচল করে।

চলুন নিচের টেবিল থেকে জেনে নেওয়া যাক এই ট্রেনগুলোর শিডিউল, অর্থাৎ কখন আব্দুলপুর থেকে জয়দেবপুর ট্রেন স্টেশনে পৌঁছায়, আবার কখনই বা আব্দুল্লাহপুর থেকে ট্রেন গুলো ছাড়ে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে নিচে টেবিল করে দেওয়া হলো

Train Names Off DayDeparture Arrival 
Barendra Express (731)Sunday 15:4018:00
Titumir Express (733)Wednesday 07:0009:38
Banglabandha Express (804)Saturday 22:1000:41

তো এই ছিল আব্দুলপুর টু জয়দেবপুর রোডে চলাচলকারী ট্রেনগুলোর একটি সিডিউল। তো এখন আমরা একটু দেখে নিতে চাই আব্দুলপুর থেকে জয়দেবপুর যাওয়ার পথে, যে ট্রেনের টিকিট প্রাইস সেই আপডেটেড টিকিট প্রাইস গুলো আমরা এক নজরে দেখে নিব।

Seat CategoryTicket Price (15% VAT)
Shovan130
Shovan chair 155
First Berth 205
Snigdha 285

তো পাঠক: এই ছিল আজকের আব্দুলপুর টু জয়দেবপুর ট্রেন সিডিউলের বিস্তারিত (দেখা হচ্ছে পরের কোন আর্টিকেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মত আল্লাহ হাফেজ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News