আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভাল আছেন, বর্তমানে সময়ে ট্রেনে যাতায়াত করতে পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিশেষ করে আপনারা যারা আব্দুলপুর থেকে ঈশ্বরদী যেতে চাচ্ছেন তাদের জন্য পোস্টটি বেশ উপকারী। কারণ এই পোস্টে আমরা তুলে ধরেছি আব্দুলপুর টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা। তাই আশা করছি এই পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে।

তো চলুন নিচের লিস্ট থেকে এক নজরে দেখে নেওয়া যাক আব্দুলপুর থেকে কোন কোন ট্রেন ঈশ্বরদী ট্রেন-স্টেশন পর্যন্ত যায়।

  • সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬২
  • ঢালারচর এক্সপ্রেস (৭৮০)
  • সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪)
  • পদ্মা এক্সপ্রেস(৭৬০)

 এই রোডে উপরের এই চারটি ট্রেন যাতায়াত করে। এবার চলুন নিচের টেবিল থেকে জেনে নেওয়া যাক আব্দুলপুর টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী।

ট্রেনের নামবন্ধের দিনছাড়ায় সময়পৌছানোর সময়
ঢালারচর এক্সপ্রেস (৭৮০)সোমবার১৭:২০১৭:৪০
সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬২)সোমবার৭:২০৭:৪৫
সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪)রবিবার৮:২০৮:৩৬
পদ্মা এক্সপ্রেস(৭৬০)মঙ্গলবার১৬:৪৪১৭:০০

তো পাঠক আশা করছি উপরের টেবিল থেকে খুব সহজে আপনি জানতে পারলেন কোন ট্রেন কোন সময় চলাচল করে। এবার নিচে থেকে এক নজরে দেখে নেয়া যাক আব্দুলপুর থেকে ঈশ্বরদী যেতে হলে আপনার কত টাকা গুনতে হবে। (আইমিন টিকিট প্রাইস )

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
এসি সিট১৩৫
শোভন চেয়ার৭০
এসি বার্থ২০০
স্নিগ্ধা১১০

তো পাঠক আশা করছি আপনি এই পোষ্টের মাধ্যমে আব্দুলপুর থেকে ঈশ্বরদী যাওয়ার সকল ট্রেন সময়সূচী ও ভাড়ার তালিকা সহ খুঁটিনাটি তথ্য পেয়েছেন। যদি পোস্টটি উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পছন্দ করেন তাহলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News