হাই গাইস, স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ট্রেন সিডিউল পোস্টে। আজকে কথা বলব আব্দুলপুর টু উল্লাপাড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা নিয়ে। তো যারা ভাবছেন আব্দুলপুর থেকে উল্লাপাড়া যাবেন তাদের জন্য খুবই হেলফুল হতে যাচ্ছে আজকের এই প্রতিবেদনটি। তো চলুন শুরু করি।

বরাবরের মতো প্রথমেই জেনে নিই চলুন আব্দুল্লাহপুর থেকে উল্লাপাড়ায় ট্রেন কয়টি চলে। তার লিস্ট নিচে দেওয়া হলো।

  • সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪)
  • পদ্মা এক্সপ্রেস(৭৬০)

মূলত এই দুইটি ট্রেন ই আব্দুল্লাহপুর হইতে উল্লাপাড়া পর্যন্ত যেয়ে থাকে। এবার চলুন নিচের টেবিল থেকে জেনে নেওয়া যাক এই রোডের ট্রেন সময়সূচী।

ট্রেনের নামছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
পদ্মা এক্সপ্রেস(৭৬০)মঙ্গলবার১৬:৪৪১৮:০২
সিল্কসিটি এক্সপ্রেস(৭৫৪)রবিবার৮:২০৯:৩৮

আশা করছি উপরের টেবিল দেখিয়ে বুঝতে পেরেছেন কোন ট্রেন কখন যায়। তবে কারিগরি ত্রুটির জন্য অনেক সময় ট্রেন আসতে বিলম্ব হতে পারে বা পাঁচ মিনিট আগেও চলে আসতে পারে। তাই সবসময়ই আধাঘন্টা আগেই স্টেশনে উপস্থিত থাকার চেষ্টা করবেন।

এবার চলুন দেখি এসি কিংবা নন এসি ট্রেনের ভাড়ার তালিকা। ভাড়ার তালিকাও নিচে টেবিল করে দেয়া হয়েছে দেখে নিন।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
এসি বার্থ২৮৫
স্নিগ্ধা২১৫
এসি সিট২৫৫
শোভন চেয়ার১৩০

তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি আপনি খুব সহজেই জানতে পেরেছেন আব্দুলপুর থেকে উল্লাপাড়া ট্রেন কখন যাই এবং এর ভাড়া কেমন। এখানেই শেষ করছি আজকের প্রতিবেদন ভালো থাকুন অনেক ভালো ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News