ট্রেনের সময়সূচি না জানার কারনে অনেকেই ট্রেন ভ্রমনে বিড়াম্বনার মুখে পরে।তাদের কথা ভেবে আমরা আজ এমনি একটা আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। এই আর্টিকেলটি লেখা হয়েছে কিসমত থেকে দিনাজপুর চলাচলকারী সকল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা নিয়ে। তাই এই পথে যারা যাতায়াত করেন তাদের জন্য এই আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। 

কিসমত থেকে দিনাজপুর ট্রেনের সময়সূচি

কিসমত থেকে আপনি প্রতিদিন ট্রেন পথে দিনাজপুর ভ্রমণ করতে পারবেন। কারণ এই পথে তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। ট্রেন গুলো কখন কিসমত থেকে ছাড়ে, কখন দিনাজপুর পৌছায় এবং কি বারে কোন ট্রেন বন্ধ থাকে তা আমরা ছকের সাহায্যে আপনাদের কাছে উপস্থাপন করছি। 

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
একতা এক্সপ্রেস(৭০৬)২১ঃ২৫২৩ঃ০৪নাই
দ্রুতযান এক্সপ্রেস(৭৫৮)০৮ঃ২৫১০ঃ০৪বুধবার
বাংলাবান্ধা এক্সপ্রেস(৮০৩)০৮ঃ৩৭১০ঃ৪৫শুক্রবার

আমরা এই রকম আর্টিকেল লিখি শুধুমাত্র ট্রেন পথে যাতায়াতকারীদের উপকারের কথা ভেবে। তাই আমরা আশা করি আজকের আর্টিকেল এই পথে চলাচলকারী সকল ট্রেন যাত্রীদের যাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করতে কিছুটা হলেও ভূমিকা রাখবে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News