আজকের আর্টিকেল আমরা কথা বলবো আব্দুল পুর টু জামালগঞ্জ এর ট্রেন সিডিউল এবং টিকিট প্রাইজ নিয়ে। আব্দুলপুর থেকে জামালগঞ্জে যাওয়ার পথে যে ট্রেনটি চলাচল করে তার নাম হচ্ছে (তিতুমীর এক্সপ্রেস) আর এই তিতুমীর এক্সপ্রেস এ ট্রেন কোড হচ্ছে: (৭৩৩)

অফ ডে:

এই ট্রেনটি মূলত প্রতি বুধবারে বন্ধ থাকে, তাই বুধবার স্টেশনে গিয়েও লাভ হবে না।

Departure Time:

এই ট্রেনটি ডিপারচার টাইম ০৭:৩৮ মিনিট অর্থাৎ আব্দুলপুর স্টেশন ছেড়ে আসার সময় ০৭:৩৮ মিনিট। 

Arrival:

ট্রেনটি জামালগঞ্জ স্টেশনে এসে পৌঁছাই ০৯:২৮ মিনিটে অর্থাৎ অর্থাৎ সকাল ৯:টা বেজে ২৮ মিনিট নাগাদ ট্রেনটি (জামালগঞ্জ) স্টেশনে এসে দাঁড়াই।

Train Name:Off Day:Departure:Arrival:
Titumir Express (733)Wednesday07:009:28

এ পর্যায়ে আমরা এক নজরে দেখে নেব আব্দুল পুর টু জামাল্গঞ্জ যাওয়ার যে টিকিট প্রাইস সেই টিকিট প্রাইজের বিস্তারিত।

Seat CategoryTicket Price (15% VAT)
Shovan 125
Shovan chair145
First Seat 195
Snigdha 245

আশা করছি এই আর্টিকেলের মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারলেন (আব্দুল পুর টু জামালগঞ্জ) ট্রেন কখন যাতায়াত করে। যদি আর্টিকেলটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিন , আজকের মত এ পর্যন্তই ভালো থাকুন ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News