যারা সড়ক পথের মাত্রাতিরিক্ত দুর্ঘটনা এড়িয়ে নিরাপদ ভ্রমণ করতে পছন্দ করেন তাদের নিকটে ট্রেন ভ্রমণ খুবই পছন্দের। আর এই পছন্দের ট্রেন ভ্রমটি মাঝে মাঝে বিরক্তিকর হয়ে উঠে শুধুমাত্র সময়সূচী না জেনে ভ্রমনে বাহির হলে। তাই আমরা আপনাদের এই সমস্যার কথা চিন্তা করেই সময়সূচী ও টিকিটের মূল্য সম্বলিত আর্টিকেল নিয়ে এসেছি। এই আর্টিকেল থেকে আপনারা কুমিল্লা থেকে ভানুগাছ পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য জানতে পারবেন। 

কুমিল্লা টু ভানুগাছ ট্রেনের পরিচিতি ও সময়সূচী

কুমিল্লা থেকে ভানুগাছ পর্যন্ত ট্রেন পথে যাওয়ার একমাত্র উপায় হলো পাহাড়িকা এক্সপ্রেস। এটি একটি আন্তঃনগর ট্রেন। ফলে আপনি খুব আরামদায়কভাবে ও দ্রুত এই পথে ভ্রমণ করতে পারবেন। এই ট্রেন কখন কুমিল্লা থেকে ছেড়ে যায় ও কখন ভানুগাছ পৌছায় তা নিচে ছকের মাধ্যমে তুলে ধরা হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
পাহাড়িকা এক্সপ্রেস(৭১৯)১২ঃ০৫১৫ঃ৪৯সোমবার

আশাকরি এই আর্টিকেল এই পথে আপনাদের ট্রেন যাত্রাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে কিছুটা হলেও সাহায্য করবে। এই রকম অন্যান্য ট্রেনের যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ও আমাদের পেজে চোখ রাখুন।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News