আজকে আমরা কথা বলতে যাচ্ছি পিরোজপুর জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড নিয়ে। যারা এই জেলার পোস্ট কোড সম্পর্কে জানতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। এটি আপনাকে পিরোজপুর জেলার পোস্ট কোড এবং এরিয়া কোড সম্পর্কে নির্ভুল ভাবে জানতে অবশ্যই সাহায্য করবে।

হয়তো আপনি এই জেলার ভিতরে কোন এক পোস্ট অফিসে মূল্যবান কোনো কিছু পাঠাতে চাচ্ছেন। কিন্তু পাঠানোর আগে যে পোস্ট অফিসে পাঠাবেন সেই পোস্ট অফিসের পোস্ট কোড জানা অত্যন্ত জরুরী কিন্তু আপনি জানেন না। তাই আমাদের আজকের পোস্ট আপনাকে সেই পোস্ট কোড জানতে সম্পূর্ণভাবে সাহায্য করবে।

আমাদের দেশের বিভিন্ন জেলাতে ছড়িয়ে-ছিটিয়ে অসংখ্য পোস্ট অফিস রয়েছে যা সবগুলো সম্পর্কে আমরা অবগত না। এবং তারা বিভিন্নভাবে মানুষকে সাহায্য করে যাচ্ছে। আপনি পোস্ট অফিসের মাধ্যমে যেকোনো ধরনের সেবা পেতে পারেন, আর আপনার গুরুত্বপূর্ণ কাজে আসতে পারে।

এখানে আমরা শুধু পিরোজপুর জেলা পোস্ট কোড উল্লেখ করতে পারতাম। কিন্তু অনেকেই এই জেলার ভিতরে বিভিন্ন পোস্ট অফিসের পোস্ট কোড সার্চ করে জানতে চান। তাই আপনাদের যাতে অসুবিধা না হয় সেই কথা চিন্তা করে আমরা একটি তালিকা তৈরি করেছি, যেটা আপনার অনেক উপকারে আসতে পারে। এখানে এই জেলার সকল পোস্ট অফিসের নাম সহ পোস্ট কোড তুলে ধরা হয়েছে। তাই এই জেলার বিভিন্ন পোস্ট কোড জানতে তালিকাটি লক্ষ্য করুন।

• সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ আগস্ট ২০২২

• জেলা-থানা-উপকার্যালয়-পোস্ট কোড (ডাক সংকেত)

জেলাউপজেলাউপকার্যালয়পোস্ট কোড (ডাক সংকেত)
পিরোজপুরভান্ডারিয়াভান্ডারিয়া  ৮৫৫০
পিরোজপুরভান্ডারিয়াকানুদাসকাঠি৮৫৫১
পিরোজপুরভান্ডারিয়াধাওয়া  ৮৫৫২
পিরোজপুরকাউখালীজয়কুল  ৮৫১২
পিরোজপুরকাউখালীজোলাগাতি  ৮৫১৩
পিরোজপুরকাউখালীকাউখালী  ৮৫১০
পিরোজপুরকাউখালীকেউন্দিয়া  ৮৫১১
পিরোজপুরমঠবাড়িয়াবেতমোর নতুন হাট   ৮৫৬৫
পিরোজপুরমঠবাড়িয়াগুলিশাখালী  ৮৫৬৩
পিরোজপুরমঠবাড়িয়াহাল্টা  ৮৫৬২
পিরোজপুরমঠবাড়িয়ামঠবাড়িয়া  ৮৫৬০
পিরোজপুরমঠবাড়িয়াটিয়ারখালী   ৮৫৬৪
পিরোজপুরমঠবাড়িয়াশিলারগঞ্জ  ৮৫৬৬
পিরোজপুরমঠবাড়িয়াতুষখালি   ৮৫৬১
পিরোজপুরনাজিরপুরশ্রীরামকাঠি  ৮৫৪১
পিরোজপুরনাজিরপুরনাজিরপুর   ৮৫৪০
পিরোজপুরপিরোজপুরহুলারহাট   ৮৫০১
পিরোজপুরপিরোজপুরপারেরহাট   ৮৫০২
পিরোজপুরপিরোজপুরপিরোজপুর সদর  ৮৫০০
পিরোজপুরস্বরূপকাঠিস্বরূপকাঠি  ৮৫২০
পিরোজপুরস্বরূপকাঠিদারুস সুন্নাত  ৮৫২১
পিরোজপুরস্বরূপকাঠিকৌরিখাড়া৮৫২২
পিরোজপুরস্বরূপকাঠিজালাবাড়ি  ৮৫২৩

আশা করছি আপনি এই পোস্টটি দেখে খুব সহজেই পিরোজপুর জেলার সকল এরিয়া এবং পোস্ট কোড জানতে পেরেছেন। এবং আমি আশা করছি আপনি যেই পোস্ট কোডটি খুঁজছেন সেটিও হয়তো পেয়ে গিয়েছেন। পোস্টটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি ভালো লেগেই থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন আজকের মত এখানেই শেষ করছি, ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

আরো দেখুন:

Google News