পাবনা জেলার পোস্ট কোড ও এরিয়া কোড 

পাবনা জেলা বাংলাদেশের মধ্যে অন্যতম সবার কাছে পরিচিত একটি জেলা। পাবনা জেলাটি বিভিন্ন কারণে সবার কাছে বিখ্যাত। সেই জেলাতে আছে অনেক দার্শনিক স্থান। এবং সেই সাথে পাবনা জেলাতে রয়েছে অসংখ্য পোস্ট অফিস।

আমরা দেখে থাকি অনেকেই পাবনা জেলার পোস্টকোড ও এরিয়া কোড জানতে চেয়ে google এ অনুসন্ধান করে থাকেন। তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা পাবনা জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড উপস্থাপন করেছি। আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ পোস্ট কোটি খুব সহজেই খুঁজে পাবেন।  

পাবনা জেলার ভিতরে অনেক পোস্ট অফিস রয়েছে। এবং প্রতিটি পোস্ট অফিস গ্রাহকদেরকে ডিজিটাল সেবা প্রদান করছেন। আপনি চাইলে আপনার নিকট কোন পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে পারেন।কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই কাঙ্খিত পোস্ট অফিসের পোস্ট করতে জানতে হবে। চলুন আজকের আলোচনার মাধ্যমে পাবনা জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড গুলো জেনে নেওয়া যাক। 

পাবনা জেলার পোস্ট অফিস সার্ভিস

দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কাজে আমরা পোস্ট অফিসের ব্যবহার করে থাকি। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ চিঠিপত্র পোস্ট অফিসের সাহায্যে আদান-প্রদান করি। আপনিও চাইলে আপনার প্রয়োজনীয় কোন তথ্য এই পোস্ট অফিস থেকে  অন্য পোস্ট অফিসে প্রেরণ করতে পারেন।

কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশের প্রতিটি পোস্ট অফিস সরকারি নিয়ম অনুযায়ী খোলা এবং বন্ধ করা হয়। পাবনা জেলার সকল পোস্ট অফিস ও এর ব্যতিক্রম নাই। পাবনা জেলার সকল পোস্ট অফিস একটি নির্দিষ্ট সময় সূচি মেনে বন্ধ এবং খোলা হয়।

আপনি যদি পাবনা জেলার কোন পোস্ট অফিসের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে চান। তাহলে অবশ্যই আপনাকে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টার ভিতরে নিকটস্থ পোস্ট অফিসে উপস্থিত থাকতে হবে।

পাবনা জেলার পোস্ট কোড

আপনারা যারা পাবনা জেলার পোস্টকোড ও এরিয়া কোড জানতে চাই গুগলে অনুসন্ধান করে থাকেন। তাদের সুবিধার্থে আমরা আজ একটি আর্টিকেল উপস্থাপন করেছি। যার মাধ্যমে আপনি পাবনা জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড খুব সহজেই জেনে নিতে পারবেন। 

আমরা পাবনা জেলার সকল পোস্ট অফিসের পোস্ট কোড নিচে তালিকা করে সাজিয়ে দিয়েছে। আপনি আপনার প্রয়োজনীয় পোস্ট কোড টি খুঁজে নিতে নিজের তালিকাতে লক্ষ্য করুন। হয়তো আমাদের আর্টিকেলটি আপনার মূল্যবান তথ্য দিয়ে সাহায্য করবে।

জেলাউপজেলাউপকার্যালয়পোস্ট কোড (ডাক সংকেত)
পাবনাবানওয়ারীনগর                                বানওয়ারীনগর                                ৬৬৫০
পাবনাপাবনা সদরকালিকো কটন মিলস                       ৬৬০১
পাবনাপাবনা সদরহেমায়েতপুর                            ৬৬০২
পাবনাপাবনা সদরপাবনা সদর                             ৬৬০০
পাবনাবেড়াবেড়া                                      ৬৬৮০
পাবনাবেড়াকাশিনাথপুর                                                        ৬৬৮২
পাবনাবেড়ানাকালিয়া                                   ৬৬৮১
পাবনাবেড়াপুরান ভারেঙ্গা                                  ৬৬৮৩
পাবনাদেবোত্তর                                 দেবোত্তর                                 ৬৬১০
পাবনাঈশ্বরদীঈশ্বরদী                                 ৬৬২০
পাবনাঈশ্বরদীধাপারী                                  ৬৬২১
পাবনাঈশ্বরদীরাজাপুর                                ৬৬২৩
পাবনাঈশ্বরদীপাকশী                                 ৬৬২২
পাবনাভাঙ্গুরা                                  ভাঙ্গুরা                                  ৬৬৪০
পাবনাচাটমোহর                                চাটমোহর                                ৬৬৩০
পাবনাসাঁথিয়া                               সাঁথিয়া                               ৬৬৭০
পাবনাসুজানগরসুজানগর                            ৬৬৬০
পাবনাসুজানগরসাগরকান্দি                            ৬৬৬১

গুরুত্বপূর্ণ বিষয় :-

আমরা সর্বদা আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যায়। তার মাঝেও যদি আমাদের কোন ভুল ত্রুটি হয়ে থাকে বা কোন পোস্ট কোড মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাঝে তা জানিয়ে দিবেন।

আর আপনার গুরুত্বপূর্ণ পোস্ট কোড টি খুঁজে পেয়েছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের পোস্টটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন। বাংলাদেশের বিভিন্ন জেলার পোস্টকোড ও এরিয়া কোড খুঁজতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ!

আরো দেখুন:

Google News