আরামদায়ক ভ্রমনের জন্য সকলের প্রথম পছন্দ ট্রেন। আর এই ট্রেন যাত্রাকে আরও স্বস্তিদায়ক করেতে আমরা কুমিল্লা থেকে নোয়াখালী পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য সম্বলিত আর্টিকেল নিয়ে এসেছি। আপনারা এই আর্টিকেল পড়ার মাধ্যমে এই পথে নিশ্চিন্তে ট্রেন ভ্রমণ করতে পারবেন। 

কুমিল্লা টু নোয়াখালী ট্রেনের সময়সূচী

যে কোনো স্থানে ভ্রমনের জন্য আন্তঃনগর ট্রেন খুবই আরামদায়ক। আর এই পথে একটি আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস চলাচল করে থাকে।এছাড়া কিছু মেইল ট্রেনও চলাচল করে।  নিচে এইসব ট্রেনের সময়সূচী ও ছুটির দিন ছক আকারে উল্লেখ করা হলো।

ট্রেনের নামট্রেনের ধরনছাড়ার সময়পৌছানোর সময়ছুটির দিন
উপকূল এক্সপ্রেস(৭১২)আন্তঃনগর১৯ঃ০১২১ঃ২০মঙ্গলবার
নোয়াখালী এক্সপ্রেস(১২)মেইল০৩ঃ০৬০৫ঃ৫০নাই 
নোয়াখালী কমিউটার(৮৬)মেইল০৭ঃ৩০১০ঃ১০শুক্রবার
নোয়াখালী কমিউটার(৮৮)মেইল১৩ঃ০৫১৬ঃ৪০শুক্রবার 

কুমিল্লা টু নোয়াখালী ট্রেনের ভাড়ার তালিকা

আসন ভিত্তিতে এই ট্রেনের টিকিট বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। নিচে এই পথের ট্রেনের টিকিটের মূল্য ছকের সাহায্যে দেখানো হলো।

আসন টিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন ৭৫
শোভন চেয়ার ৯০
১ম শ্রেণি ১২০
১ম বার্থ ১৭৫
স্নিগ্ধা ১৬৭
এসি সিট ২০২
এসি বার্থ ২৯৯

বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে এই আর্টিকেল লেখা হয়েছে। আপনারা সতর্কতার সাথে ট্রেন ভ্রমণ করবেন ও নিজের মালামাল নিজ দায়িত্বে রাখবেন।ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News