আপনি কি কুলাউরা থেকে ট্রেন পথে কখন,কিভাবে ও কেমন খরচে হরষপুর ভ্রমণ করবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনি এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ এই আর্টিকেল থেকে আপনি এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য জানতে পারবেন যা আপনার দুঃচিন্তা অনেকটা দূর করবে। 

কুলাউড়া টু হরষপুর ট্রেনের পরিচিতি ও সময়সূচী

আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করা সবসময় সুবিধাজনক। আর এই পথে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। ট্রেন গুলোর পরিচিতি,সময়সূচী ও ছুটির দিন নিচে ছকের মাধ্যমে দেখানো হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেঅফ ডে
জয়ন্তিকা এক্সপ্রেস(৭১৮)১২ঃ৩২১৫ঃ২৫বৃহস্পতিবার 
পাহাড়িকা এক্সপ্রেস(৭২০)১১ঃ২৪১৪ঃ১৬শনিবার

কুলাউড়া টু হরষপুর ট্রেনের টিকিটের মূল্য

এই পথের ট্রেনের টিকিটের মূল্য আসন অনুসারে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারণ করা আছে। কোন আসনের মূল্য কত তা আপনারা নিচের ছক থেকে জেনে নিতে পারবেন।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন১১০
শোভন চেয়ার ১৩০
১ম শ্রেণি ১৭০
১ম বার্থ ১৭০
স্নিগ্ধা ২৪৮
এসি সিট ২৯৪
এসি বার্থ ৪৩৭

আপনারা ট্রেন ভ্রমনের আগে কাউন্টার অথবা অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে এই পথে নিরাপদে ভ্রমণ করবেন এটাই আমাদের একান্ত কাম্য। সকলকে ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News