একজন মানুষ জীবনে ছোট বা বড় যায় ই অর্জন করতে চায় না কেন ,তার পেছনে একটি স্বপ্ন থাকা জরুরী ,যার মাঝে স্বপ্ন নেই তার মাঝে আসলে আসা বা উৎসাহ নেই। সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর সাহস, ছোট অবস্থা থেকেও জীবনে পরিবর্তন করার সংকল্প সবকিছুর উৎসাহই আসলে একটি স্বপ্ন। তাই আপনি ও যাতে প্রতিদিন স্বপ্ন দেখার জন্য অনুপ্রেরণা খুঁজে পান, সেই ব্যাপারে একটু সহায়তা করতে আমাদের আজকের আয়োজন। 

আজকে আমরা তুলে ধরেছি অতীত ও বর্তমানের সফল জ্ঞানী মানুষের কাছ থেকে নিয়ে স্বপ্ন নিয়ে কিছু মহান বাণী যা আপনাকে উৎসাহ জোগাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে, তাই চমৎকার এই উৎসাহ মূলক উক্তি গুলো মনোযোগ দিয়ে শুনতে পড়তে থাকুন।

১) স্বপ্ন সত্যি হয়। যদি তা না হত তবে স্রষ্টা আমাদের স্বপ্ন দেখার ক্ষমতা দিতোনা” সাবধানতা ভালো, কিন্তু স্বপ্ন দেখার ক্ষেত্রে বেশি সাবধান হলে জীবনের বড় কিছু না পাওয়ার সম্ভাবনাই বেশি”

(-সংগৃহীত)

২) “নতুন লক্ষ্য স্থির করা এবং নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধাই সৃষ্টি করে না, যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করে দাও।

-জোহান গথে (বিখ্যাত জার্মানি কবি)

৩) স্বপ্ন দেখলে বড় করে দেখো সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে, স্বপ্নপূরণের জন্য তোমার সবগুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই, শুধু প্রথম সেটা দেখতে পারলেই হবে”

(-মার্টিন লুথার কিং জুনিয়র)

৪) স্বপ্ন তো দেখা উচিত চিরদিন বেঁচে থাকার, আর প্রতিটি দিন এমন ভাবে বাঁচতে হবে যেন কাল ই মারা যাবে, আরেকটি কথা মনে রাখবে তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবেনা।

(-জেমস ডিন)

৫) “ভবিষ্যতে তাদের হাতেই যারা তাদের স্বপ্নকে বিশ্বাস করে, একজন মানুষ যতক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে ততক্ষণ সে বুড়ো হবে না।

(-সংগৃহীত)

৬) গতকাল হলো আজকের স্মৃতি কিন্তু আগামীকাল হল আজকের স্বপ্ন, স্বপ্ন দেখার পর ব্যর্থ হওয়া টা অবশ্যই ভালো কিছু নয়, কিন্তু স্বপ্ন না দেখাটা তার চেয়েও খারাপ।

(-সেথ গার্ডিন)

৭) স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপর ফোকাস করো , শুধুমাত্র অনেক সময় লাগবে এই অজুহাতে নিজের স্বপ্ন পূরণের কাজ বন্ধ করোনা, তুমি কাজ না করলেও সময় ঠিকই চলে যাবে।

(-আল নাইটেঈএল)

৮) ব্যর্থ হলে লজ্জার কিছু নেই ,, ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্নপূরণে কাজ শুরু কর। আজ থেকে এক বছর পর আফসোস করবে কেন আজও নিজের স্বপ্ন পূরণের কাজ শুরু করনি‌।

(-কারেন ল্যাম্ব)

৯) বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম ই যথেষ্ট নয়, তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে এবং অতিরিক্ত ব্যর্থতার ভয় থাকলে তোমার স্বপ্ন কখনোই পূর্ণ হবেনা।

(-পাউলো কুয়েলহো)

১০) স্বপ্নকে বাস্তবে পরিণত করতে ৪টি জিনিস প্রয়োজন– ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস ,আর নিয়মিত কাজ করা। অন্যদের কল্পনাশক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না, তুমি যেখান থেকেই আসো না কেন স্বপ্ন দেখার ও তার সফল করার অধিকার তোমার আছে।

(-লুপিটা আমোনদি)

১১) বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জনগুলোকে মূল্য দাও , যদি নিজের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারো , তবে নিজের চেষ্টায় নিজের স্বপ্নকে পূরণ করার তাগিদ পাবে।

(-নেলসন ম্যান্ডেলা)

১২) জীবন সৌন্দর্য্যে পূর্ণ‌। মৌমাছির দিকে তাকাও, শিশুদের হাসি মুখের দিকে তাকাও, বৃষ্টির ঘ্রাণ নাও, বাতাসের স্পর্শ নাও, জীবনকে পূর্ণ ভাবে উপভোগ করো, আর নিজের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনে লড়াই করো।

(-এশালী স্মিথ)

১৩)স্বপ্ন দেখা মানুষ আর চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য উঠা দেখতে পায়।

(-অস্কার ওয়াইল্ড)

১৪) যারা তোমার বড় স্বপ্নকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকুন , ছোট মানসিকতার মানুষরাই বড় স্বপ্ন দেখতে ভয় পায়। যারা আসলে বড় মনের মানুষ তারা সবসময় তোমাকে উৎসাহ দিবে।

(-মার্ক টোয়েন (বিখ্যাত লেখক)

১৫) সব বড় স্বপ্ন ই শুরু হয় একজন স্বপ্নদ্রষ্টার হাত ধরে, মনে রাখবে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি, ধৈর্য আর আকাঙ্ক্ষা তোমার ভেতরে সব সময় বিদ্যমান।

(-হ্যারিট টাবম্যান)

১৬) তোমার জীবনের সেরা মুহূর্ত সেটাই হবে, যখন তুমি বুঝবে যে তোমার সমস্যা তোমার একার যখন তুমি বুঝবে তোমার সমস্যার জন্য তোমার অভিভাবক সমাজ বা সরকার দায়ী নয়, যখন তুমি বুঝবে তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে।

(-আলবার্ট ইলেস)

১৭) সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে, কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবনের পরিশ্রমকে নিবেদন করে, একসময় সে ধারণার চেয়েও বেশি সাফল্য পাবে।

(-স্টিফেন)

১৮) স্বপ্নকে বাস্তব করার জন্য কোন জাদু মন্ত্র নেই। স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম-ঘাম আর ইচ্ছাকেই কাজে লাগাতে হয়।

১৯) তোমার স্বপ্নের ক্ষমতা আছে, তোমাকে আকাশে তুলে দেওয়ার, তাই স্বপ্ন দেখো দিনের বেলায় এবং সেটাকে বাস্তব করার জন্যও ততক্ষণ লেগে থাকো যতক্ষণ না তা পূরণ হয়।

(-স্টিফেন)

পরিশিষ্ট:

আমাদের ওয়েবসাইটের সাথেই থাকো, আমরা তোমাকে স্বপ্ন দেখাবো তুমি শুধু বাস্তব করার জন্য একটু চেষ্টা করো। সবশেষে পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং তোমার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ।

আরো দেখুন:

Google News