২০১৬ সালে মুক্তি প্রাপ্ত হাবিব ওয়াহিদের গান *স্বপ্ন যাবে বাড়ি* গানটি শুনেন নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। গানটি সেই ২০১৬ সাল থেকে এখন ২০২৩ সাল পর্যন্ত সমান তালে জনপ্রিয় তার শীর্ষে।
এখনো রাজধানী ঢাকা থেকে কিংবা বিদেশ থেকে বাড়ি আসার সময় অনেকেই এই গানটি লাগিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব সহ নানা সোশ্যাল মিডিয়া আপলোড করেন। তাই বলাই বাহুল্য জনপ্রিয়তার দিক থেকে এখনো গানটির কমতি নেই।
আর আজ আমরা এই জনপ্রিয় গানের লিরিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই যারা দীর্ঘদিন ধরে এই গানের লিরিক্স খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্টটি ভীষণ উপকারে আসতে পারে।
নিচের টেবিল দেখে আপনি খুব সহজেই গানটির লিরিক্স পড়তে পারবেন।
Singer: | Milon Mahmud |
Music: | Habib Wahid |
Song Writer: | Anika Mahjabin |
স্বপ্ন টানে দিলাম পাড়ি। |
অচিন পথে আপন ছাড়ি। |
স্বপ্ন টানে দিলাম পাড়ি। |
অচিন পথে আপন ছাড়ি। |
পেছন ফেলে উঠান বাড়ি। |
প্রিয় মুখ আর স্মৃতির শাড়ি। |
মন বলে চল ফিরে আবার। |
স্বপ্ন যাবে বাড়ি আমার। |
মন বলে চল ফিরে আবার। |
স্বপ্ন যাবে বাড়ি আমার। |
আসছে সিঁড়ি, বছর ঘুরে। |
দিচ্ছেরে ডাক, আপন সুরে। |
আসছে সিঁড়ি, বছর ঘুরে,দিচ্ছেরে ডাক, আপন সুরে। |
যাচ্ছি আমার স্বপ্নপুরে,চেনা পথের বহুদূরে। |
এইতো সময় ফিরে আসারস্বপ্ন যাবে বাড়ি আমার। |
এইতো সময় ফিরে আসারস্বপ্ন যাবে বাড়ি আমার। |
তো আশা করছি আপনি উপরে টেবিল থেকে এই জনপ্রিয় গানের লিরিক্স টি পড়ে ফেলেছেন, আজকের এই আর্টিকেলটি যদি পছন্দ হয় তাহলে শেয়ার করে দিতে পারেন। কোথাও ভুল হলে কমেন্ট সেকশনে জানাবেন নিশ্চয়ই, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আরো দেখুন: