-রাতের বিশাল শহরের ছোট ছোট গলিতে।
– সব আলো নিভে যাওয়ার পর ফোন এর দুপাশে খুব সাদামাটা স্বপ্ন দেখি কেউ ।
-বিরাট ফ্ল্যাট কিংবা আলিশান গাড়ির স্বপ্ন নয়।
– খুবই সাদামাটা সাজানো একটা ছোট্ট টিনের বাড়ি।
-যার ছাউনিতে বর্ষার রাতে ঝুম ঝুম বৃষ্টির শব্দ।
-রাতের জানলা দিয়ে একফালি জোছনার আলো।
-কটা তাতের শাড়ি এক জোড়া কাচের চুরি কিছু খুচরো বাসন একটি শীতল পাটি দিয়ে সাজানো ছোট্ট একটা সংসার।
– আর দিন শেষ এই সহজ-সরল ক্লান্ত মানুষটার বাড়ি ফেরার স্বপ্ন ব্যাস এতোটুকুই।
– বিবাহবার্ষিকীতে বাকি সবার মত দামী রেস্টুরেন্ট কিংবা ক্যান্ডেল লাইট ডিনার নয়।
– বিকেলবেলা লাল-হলুদ তাঁতের শাড়ি পড়ে ছেলেটির এনে দেওয়া বেলী ফুলে খোপা সাজিয়ে বিশাল নদী পাড়ি দেওয়ার স্বপ্ন।
– তারপর এরকম এক বসন্তের সন্ধ্যায় এই আলো-আঁধারের কাঁপুনি দিয়ে ঠান্ডা বাতাস চারপাশের মিথি মিথি আলো আর পাশের মানুষটার গায়ের উষ্ণতা , ব্যাস এতোটুকুই তো।
– তবে হয়তো অনেক বছর পরেও তাদের স্বপ্ন গুলো একই থাকবে, খুব সাদামাটা।
– তখন কেবল মানুষ দুটো আলাদা দুটো মন তখনো হয়তো একসাথেই জোসনা দেখবে।
– কেবল দূরত্বটাই অনেক…….
– ১০ টা বছর পর পৃথিবীর দুই কোনার দুইটা আলিশান বারান্দায়।
– মাঝ রাতেই একা, কফির কাপ হাতে দাঁড়িয়ে থাকা মানুষ ২টি হয়তো বলবে আকাশটা তো আমাদেরই আছে।
– শেষটা না হয় নাই হলো, একসাথেই তো দেখছি।
আরো দেখুন: