যে কোনো স্থানে ট্রেন ভ্রমনের পূর্বে আপনি যে ট্রেনে যাত্রা করবেন সেই ট্রেনের পরিচিতি, সময়সূচী ও ঐ পথের টিকিটের মূল্য জানা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আপনি যাত্রা পথের জটিলতা কাটিয়ে আরামে ভ্রমণ করতে পারবেন। তাই আমরা কোট চাঁদপুর থেকে নীলফামারী পর্যন্ত ট্রেনে ভ্রমনকারীদের জন্য এই আর্টিকেল সাজিয়েছি এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে। এই পথে যারা ট্রেনে ভ্রমণ করে থাকেন তারা আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

কোট চাঁদপুর টু নীলফামারী ট্রেনের পরিচিতি ও সময়সূচী

এই পথে আপনাদের সেবায় দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এই ট্রেন গুলো আপনাকে নিরাপদে ও দ্রুত আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌছে দিবে। নিচে ট্রেন দুইটির সময়সূচী ও ছুটির দিন ছক আকারে দেওয়া হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
রুপসা এক্সপ্রেস(৭২৭)০৮ঃ৫৬১৫ঃ৫৫বৃহস্পতিবার 
সীমান্ত এক্সপ্রেস(৭৪৭)২২ঃ৫৯০৫ঃ৩৭সোমবার

এই আরটিকেলের সকল তথ্য বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। তাই আমরা বিশ্বাস করি এই আরটিকেল এই পথে আপনাদের ট্রেন ভ্রমণকে নিরাপদ ও উপভোগ্য করতে সাহায্য করবে।এই রকম অন্যান্য ট্রেনের সকল তথ্য পেতে আমাদের সাথে থাকুন। 

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News