সময়মত স্টেশনে পৌছাতে না পেরে অনেকে ট্রেন মিস করেন আবার অনেকের দীর্ঘ সময় কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। এই রকম সমস্যার সৃষ্টি হয় মূলত ট্রেনের সময়সূচী না জানার কারণে। আপনাদের এই সমস্যা দূর করার জন্য আমরা আজকের আর্টিকেল লিখেছি কোট চাঁদপুর থেকে ডোমার পথের ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে। তাই যাত্রা পথের জটিলতা দূর করতে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। 

কোট চাঁদপুর টু ডোমার ট্রেনের সময়সূচী

কোট চাঁদপুর থেকে দুইটি আন্তঃনগর ট্রেন ডোমার অভিমূখে চলাচল করে থাকে। এই ট্রেন গুলো কখন কোট চাঁদপুর থেকে ছেড়ে যায়, কখন ডোমার স্টেশনে পৌছায় ও সপ্তাহের কোন দিন ট্রেনটি অফ থাকে তা নিচে ছকের মাধ্যমে দেখানো হলো।

ট্রেনের নামছাড়ার সময়পৌছানোর সময়অফ ডে
রুপসা এক্সপ্রেস(৭২৭)০৮ঃ৫৬১৬ঃ১১বৃহস্পতিবার 
সীমান্ত এক্সপ্রেস(৭৪৭)২২ঃ৫৯০৫ঃ৫৩সোমবার

আমাদের এই আরটিকেলের মূল উদ্দেশ্য হলো এই পথে আপনাদের ট্রেন যাত্রাকে নিরাপদ ও আরামদায়ক করা। আশাকরি এই আর্টিকেল থেকে আপনারা যাত্রা পথে অনেক সুবিধা পাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News