আপনি যে পথে ভ্রমণ করবেন সেই পথ ও পথের বাহন সম্পর্কে আগে থেকে অবগত থাকলে সকল প্রকার সমস্যা এড়িয়ে নিশ্চিন্তে ভ্রমণ করা যায়। তাই আমরা আজ আপনাদের জানিয়ে দিব কিসমত থেকে ঠাকুরগাঁও পর্যন্ত চলাচলকারী সকল ট্রেনের নাম, সময়সূচি ও টিকিটের মূল্য। আপনি এই আর্টিকেল পড়ার মাধ্যমে এই পথের ট্রেন যাত্রাকে স্বস্তিদায়ক করতে পারবেন। 

কিসমত থেকে ঠাকুরগাঁও অভিমূখে চলাচলকারী ট্রেনের সময়সূচি

কিসমত থেকে তিনটি আন্তঃনগর ট্রেন ঠাকুরগাঁও অভিমূখে চলাচল করে থাকে। সপ্তাহের প্রায় প্রতিদিন আপনি এই পথে ট্রেন ভ্রমণ করতে পারবেন। নিচে ট্রেন গুলোর পরিচিতি,সময়সূচি ও ছুটির দিন ছকের মাধ্যমে দেখানো হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
একতা এক্সপ্রেস(৭০৬)২১ঃ২৫২১ঃ৫১নাই
দ্রুতযান এক্সপ্রেস(৭৫৮)০৮ঃ২৫০৮ঃ৫১বুধবার
বাংলাবান্ধা এক্সপ্রেস(৮০৩)০৮ঃ৩৭০৯ঃ২৬শুক্রবার

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে এই আর্টিকেল লেখা হয়েছে। তাই এই নির্ভরযোগ্য আর্টিকেল আপনাদের যাত্রা পথের উপকারী সঙ্গী হবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের ট্রেন ভ্রমনকে আরামদায়ক করতে পারলেই আমরা এমন আর্টিকেল লিখতে উৎসাহ পাব। সকলকে ধন্যবাদ।।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News