কিসমত টু বিরামপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা

সড়ক পথের অধিক খরচ ও ঝুঁকির কারণে সর্ব স্তরের মানুষের নিকট ট্রেন ভ্রমণ সব সময় পছন্দনীয় ছিল এবং এখনো পছন্দের শীর্ষে আছে। কিন্তু এই ট্রেন ভ্রমণটি অনেক সময় বিরক্তিকর হয়ে উঠে গন্তব্যস্থলের ট্রেনের সময়সূচি ও ভাড়া না জানার কারনে।তাই আমরা কিসমত থেকে বিরামপুর পথে যাতায়াতকারী সকল ট্রেন যাত্রীদের কথা ভেবে এই আর্টিকেলটি সাজিয়েছি এই পথের ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা নিয়ে।

কিসমত টু বিরামপুর ট্রেনের পরিচিতি ও সময়সূচি

কিসমত থেকে আপনি সপ্তাহের যে কোনো দিন আপনার সুবিধা সময়ে বিরামপুর ভ্রমণ করতে পারবেন। কারণ এই পথে একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। নিচে ট্রেন গুলোর পরিচিতি, কখন কিসমত থেকে ছাড়ে আবার কখন বিরামপুর পৌছায় তা সুন্দরভাবে ছক আকারে দেখানো হলো।

ট্রেনের নামযখন ছাড়েযখন পৌছাবেছুটির দিন
একতা এক্সপ্রেস(৭০৬)২১ঃ২৫০০ঃ৪২নাই
দ্রুতযান এক্সপ্রেস(৭৫৮)০৮ঃ২৫১১ঃ৫২বুধবার
বাংলাবান্ধা এক্সপ্রেস(৮০৩)০৮ঃ৩৭১২ঃ২২শুক্রবার

আমরা আশা করি এই আর্টিকেল থেকে তথ্য নিয়ে আপনি খুব সহজে ও কোনো রকম ঝামেলা ছাড়াই এই পথে ট্রেন ভ্রমণ করতে পারবেন। আপনাদের যাত্রা পথের সঙ্গী হতে পারলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। যাত্রা পথে সতর্ক থাকবেন ও মালামাল নিজ দায়ীত্বে রাখবেন।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News