সড়ক পথের অতিরিক্ত ভাড়া ও দুর্ঘটনার কারনে অনেকেই ট্রেন ভ্রমনকে পছন্দ করেন। ট্রেন যাত্রা অনেকটাই নিরাপদ ও সাশ্রয়ী। তাই আমরা আপনাদের ট্রেন যাত্রাকে আরও একটু সহজ ও আনন্দদায়ক করার জন্য ট্রেনের সময়সূচিসহ যাবতীয় তথ্য নিয়ে হাজির হয়েছি। এই আরটিকেলটি লেখা হয়েছে কাশিয়ানী থেকে মধুখালী পর্যন্ত চলাচলকারী সকল ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা নিয়ে। 

কাশিয়ানী থেকে মধুখালী পর্যন্ত ট্রেনের সময়সূচি 

কাশিয়ানী থেকে মধুখালী যাওয়ার জন্য আপনারা একটি মাত্র আন্তঃনগর ট্রেন পাবেন এবং তা হলো টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এই ট্রেনে আপনারা খুব দ্রুত ও নিরাপদে মধুখালী ভ্রমণ করতে পারবেন। এই ট্রেনের সময়সূচি নিচে ছকের সাহায্যে আপনাদের দেখানো হলো। 

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
টুঙ্গিপাড়া এক্সপ্রেস(৭৮৩)০৭ঃ৪৩০৮ঃ২৯মঙ্গলবার

কাশিয়ানী থেকে মধুখালী ট্রেনের ভাড়া তালিকা

কাশিয়ানী থেকে মধুখালী পর্যন্ত আপনি খুব অল্প খরচে ও স্বল্প সময়ে যাতায়াত করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত মূল্যে আপনি টিকিট ক্রয় করে  এই পথে যাতায়াত করতে পারবেন। নিচে আসন ভিত্তিতে টিকিটের মূল্য ছক আকারে দেওয়া হলো।

আসনটিকিটের মূল্য
শোভন৪৫
শোভন চেয়ার ৫০
১ম শ্রেণি৯০

এই আর্টিকেল পড়ার মাধ্যমে এই পথে আপনাদের যাত্রা আনন্দদায়ক ও বিড়াম্বনাহীন হবে এটাই আমাদের কাম্য। অন্যান্য ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানতে আমাদের সাথেই থাকুন। 

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News