খুলনা থেকে চাটমোহর ভ্রমনের সবচেয়ে জনপ্রিয় পথ হলো ট্রেন পথ। কারণ এই পথে আপনারা খুব নিরাপদে ও দ্রুত খুলনা থেকে চাটমোহর ভ্রমণ করতে পারবেন। আর এই নিরাপদ ট্রেন ভ্রমণকে আরও আরামদায়ক করতে আমরা এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য সম্বলিত আর্টিকেল নিয়ে এসেছি।

খুলনা টু চাটমোহর ট্রেনের সময়সূচী

আরামদায়ক ভ্রমনের জন্য এই পথে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। খুলনা থেকে এই সব ট্রেন কখন রওনা হয় আবার কখন চাটমোহর পৌছায় তা নিচে ছকের সাহায্যে দেখানো হলো।

ট্রেনের নামছাড়ার সময়পৌছানোর সময়অফ ডে
সুন্দরবন এক্সপ্রেস(৭২৫)২২ঃ১৫০৩ঃ২০মঙ্গলবার 
চিত্রা এক্সপ্রেস(৭৬৩)০৯ঃ০০১৪ঃ১৫সোমবার

খুলনা থেকে চাটমোহর ট্রেনের টিকিটের মূল্য

সড়ক পথের তুলনায় এই পথের ট্রেনের ভাড়া খুবই কম। আসন ভিত্তিতে ট্রেনের টিকিটের মূল্য নিচে ছক আকারে দেওয়া হলো। 

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন২৩৫
শোভন চেয়ার ২৮০
১ম শ্রেণি ৩৭৫
১ম বার্থ ৫৬০
স্নিগ্ধা ৪৬৫
এসি সিট ৫৬০
এসি বার্থ ৮৩৫

উপরের সকল তথ্য নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য। কারণ এই আর্টিকেল লেখা হয়েছে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট থেজে তথ্য সংগ্রহ করে। আশাকরি এই আর্টিকেল এই পথে আপনাদের ট্রেন ভ্রমণকে আনন্দদায়ক করবে।

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News