খুলনা থেকে আক্কেলপুর ভ্রমনের সবচেয়ে সহজ ও জনপ্রিয় পথ হলো ট্রেন পথ। এই পথে যে সকল ট্রেন চলাচল করে সে সব ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়েই আমরা আজ এই আর্টিকেল সাজিয়েছি। এই পথে যারা ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এই আর্টিকেল খুবই জরুরী।

খুলনা টু আক্কেলপুর ট্রেনের সময়সূচী

দূরের পথ পাড়ি দেওয়ার জন্য সবাই আন্তঃনগর ট্রেনটিকে বেছে নেয়। আর এই পথে আপনারা দুইটি আন্তঃনগর ট্রেন পাবেন আক্কেলপুর ভ্রমনের জন্য। নিচে ট্রেন গুলোর সময়সূচী ও অফ ডে ছকের সাহায্যে দেখানো হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
রুপসা এক্সপ্রেস(৭২৭)০৭ঃ১০১৩ঃ৩৫বৃহস্পতিবার 
সীমান্ত এক্সপ্রেস(৭৪৭)২১ঃ১৫০৩ঃ১৫সোমবার

খুলনা টু আক্কেলপুর ট্রেনের টিকিটের মূল্য

এই পথের ট্রেনের টিকিটের মূল্য আসন ভিত্তিতে আলাদাভাবে নির্ধারণ করা আছে। আপনি আপনার বাজেট অনুযায়ী পছন্দের আসন ক্রয় করে ভ্রমণ করতে পারবেন। টিকিটের মূল্য ছক আকারে নিচে দেওয়া হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন২৮৫
শোভন চেয়ার ৩৪৫
১ম শ্রেণি ৪৬০
১ম বার্থ ৬৮৫
স্নিগ্ধা ৫৭০
এসি সিট ৬৮৫
এসি বার্থ ১০২৫

এই পথে আপনাদের ট্রেন ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে এটাই আমাদের কাম্য। আপনারা ট্রেনে উঠার আগেই টিকিট নিশ্চিত করুন ও বিনা টিকিটে ভ্রমণ হতে বিরত থাকুন। ধন্যবাদ।

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News