যে কোনো স্থানে ট্রেন ভ্রমনের পূর্বে আপনি যে ট্রেনে যাত্রা করবেন সেই ট্রেনের পরিচিতি, সময়সূচী ও ঐ পথের টিকিটের মূল্য জানা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আপনি যাত্রা পথের জটিলতা কাটিয়ে আরামে ভ্রমণ করতে পারবেন। তাই আমরা কোট চাঁদপুর থেকে পাকশী পর্যন্ত ট্রেনে ভ্রমনকারীদের জন্য এই আর্টিকেল সাজিয়েছি এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে। এই পথে যারা ট্রেনে ভ্রমণ করে থাকেন তারা আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

কোট চাঁদপুর টু পাকশী ট্রেনের সময়সূচী 

এই পথে আপনাদের সেবায় তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এই ট্রেন গুলো আপনাকে নিরাপদে ও দ্রুত আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌছে দিবে। নিচে ট্রেন দুইটির সময়সূচী ও ছুটির দিন ছক আকারে দেওয়া হলো।

ট্রেনের নামযখন ছাড়বে যখন পৌছাবেছুটির দিন
কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৫)০৮ঃ০৭১০ঃ১৮মঙ্গলবার
রুপসা এক্সপ্রেস(৭২৭)০৮ঃ৫৬১০ঃ৫৮বৃহস্পতিবার 
সাগরদাঁড়ি এক্সপ্রেস(৭৬১)১৮ঃ০০২০ঃ১০সোমবার

কোট চাঁদপুর টু পাকশী ট্রেনের টিকিটের মূল্য

এই পথের ট্রেন গুলোর আসন মূল্য বিভিন্ন শ্রেণিতে নির্ধারণ করা আছে। আপনি আপনার সুবিধামত আসন ক্রয় করে এই পথে ট্রেন ভ্রমণ করতে পারবেন। নিচে টিকিটের মূল্য ছক আকারে দেওয়া হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন১৩০
শোভন চেয়ার ১৫৫
১ম শ্রেণি ২১০
স্নিগ্ধা ২৬০
এসি সিট ৩১০

এই আরটিকেলের সকল তথ্য বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। তাই আমরা বিশ্বাস করি এই আরটিকেল এই পথে আপনাদের ট্রেন ভ্রমণকে নিরাপদ ও উপভোগ্য করতে সাহায্য করবে।এই রকম অন্যান্য ট্রেনের সকল তথ্য পেতে আমাদের সাথে থাকুন। 

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News