আরামদায়ক ভ্রমনের জন্য আমাদের সকলের নিকট ট্রেন ভ্রমণ খুবই পছন্দের। কিন্তু এই ট্রেন ভ্রমণ মাঝে মাঝে বিরক্তিকর হয় শুধু আমাদের কিছু অজ্ঞতার কারণে। আমরা যদি ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য জেনে ভ্রমনের জন্য ঘর থেকে বাহির হয় তবে সকল ভোগান্তি এড়িয়ে শান্তিতে ভ্রমণ করা যায়। তাই আমরা এমনি একটি আরটিকেল নিয়ে এসেছি যেখানে আপনারা খুলনা থেকে বড়াল ব্রীজ পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য জানতে পারবেন।

খুলনা টু বড়াল ব্রীজ ট্রেনের সময়সূচী

এই পথে প্রায় প্রতিদিন দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। ট্রেন গুলোর সময়সূচী ও অফ ডে নিচে ছকের সাহায্যে দেখানো হলো।

ট্রেনের নামছাড়ার সময়পৌছানোর সময়অফ ডে
সুন্দরবন এক্সপ্রেস(৭২৫)২২ঃ১৫০৩ঃ১৫মঙ্গলবার 
চিত্রা এক্সপ্রেস(৭৬৩)০৯ঃ০০১৪ঃ০৯সোমবার

খুলনা টু বড়াল ব্রীজ ট্রেনের টিকিটের মূল্য

সড়ক পথের তুলনায় এই পথের ট্রেনের ভাড়া খুবই কম। নিচে এই ট্রেনের টিকিটের মূল্য ছক আকারে দেওয়া হলো। 

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন২৪০
শোভন চেয়ার ২৯০
১ম শ্রেণি ৩৮৫
১ম বার্থ ৫৭৫
স্নিগ্ধা ৪৮০
এসি সিট ৫৭৫
এসি বার্থ ৮৬৫

এই পথে আপনাদের ট্রেন ভ্রমণকে আরামদায়ক ও নিরাপদ করতেই আমাদের এই আর্টিকেল।আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News