সড়ক পথের অতিরিক্ত ভাড়া ও যানজটের কারণে অনেকে ট্রেন ভ্রমণ খুবই পছন্দ করেন।কিন্তু এই ট্রেন ভ্রমণ অনেক সময় বিরক্তিকর হয়ে উঠে শুধুমাত্র ট্রেনের সময়সূচী না জানার কারণে। তাই আমরা আজ আপনাদের জানিয়ে দিব খুলনা থেকে নীলফামারী পথের সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য। এই পথের সকল ট্রেন যাত্রীদের জন্যই এই আর্টিকেল খুবই জরুরী।

খুলনা টু নীলফামারী ট্রেনের সময়সূচী

খুলনা থেকে নীলফামারী  ভ্রমনের জন্য আপনারা দুইটি আন্তঃনগর ট্রেন পাবেন। ট্রেন গুলো কখন খুলনা থেকে ছেড়ে আসে আবার কখন নীলফামারী স্টেশনে পৌছায় তা নিচে ছক আকারে দেখানো হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
রুপসা এক্সপ্রেস(৭২৭)০৭ঃ১০১৫ঃ৫৫বৃহস্পতিবার 
সীমান্ত এক্সপ্রেস(৭৪৭)২১ঃ১৫০৫ঃ৩৭সোমবার

খুলনা টু নীলফামারী ট্রেনের টিকিটের মূল্য

আসন ভিত্তিতে এই পথের ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। নিচে এই পথের ট্রেনের ভাড়া ছকের সাহায্যে দেখানো হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন চেয়ার ১৭০
স্নিগ্ধা ৯৬৬
এসি সিট ৫৬৪
এসি বার্থ ৮০০

আমাদের এই আর্টিকেল যদি আপনাদের এই পথের ট্রেন ভ্রমনকে আনন্দদায়ক করতে পারে তবেই আমাদের কষ্ট সার্থক হবে। সবাই নিরাপদে থাকবেন ও বিনা টিকিটে ট্রেন ভ্রমণ হতে বিরত থাকবেন। ধন্যবাদ।

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News