সাশ্রয়ী ও নিরাপদ ভ্রমনের জন্য সকলের কাছে ট্রেন ভ্রমণ খুবই জনপ্রিয়। কিন্তু এই জনপ্রিয় ট্রেন ভ্রমণটি বিরক্তিকর হয়ে উঠতে পারে গন্তব্য স্থানের ট্রেনের সময়সূচি না জানার কারণে। তাই আমরা আজ এই আর্টিকেলটি সাজিয়েছি কুমিল্লা থেকে কুমিরা পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে। এই পথে যারা ট্রেন ভ্রমণ করে থাকেন তাদের  এই আর্টিকেল পড়ার জন্য অনুরোধ করছি।

কুমিল্লা টু কুমিরা ট্রেনের সময়সূচী

সড়ক পথের ঝুঁকি এড়িয়ে যারা এই পথে ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য কুমিল্লা থেকে একমাত্র আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস কুমিরা যাতায়াত করে থাকে। নিচে এই ট্রেনের সময়সূচী ও ছুটির দিন ছক আকারে আপনাদের সামনে তুলে ধরছি।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
মহানগর এক্সপ্রেস(৭২২)০১ঃ৪৭০৪ঃ১৪রবিবার

কুমিল্লা টু কুমিরা ট্রেনের টিকিটের মূল্য

কুমিল্লা থেকে ট্রেন পথে কুমিরা ভ্রমণ করার আগে অবশ্যই আপনাকে টিকিটের মূল্য জেনে নিতে হবে। এতে আপনি আপনার সুবিধা মত টিকিট ক্রয় করতে পারবেন। এই পথের টিকিটের মূল্য নিচে দেওয়া হলো।

আসনভাড়া(ভ্যাটসহ)
শোভন ১৪৫
শোভন চেয়ার ১৭৩
১ম শ্রেণি ২৩০
১ম বার্থ ২৮৫
স্নিগ্ধা ৩২৮
এসি সিট ৩৯১
এসি বার্থ ৫৮৭

আপনাদের যাত্রা পথের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশাকরি এই আর্টিকেল  এই পথের আপনাদের ট্রেন যাত্রাকে সহজতর ও নিরাপদ করতে সাহায্য করবে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। 

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News