আপনি কি নিরাপদে ও আরামদায়ক ভ্রমনের কথা ভাবছেন? তাহলে আপনার জন্য ট্রেন ভ্রমণ হবে সবচেয়ে ভালো পছন্দ। আর এই আরামদায়ক ট্রেন ভ্রমণকে আর একটু সহজ করতে আমরা আজ এই আর্টিকেল নিয়ে এসেছি।  কুষ্টিয়া থেকে কুমারখালী পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য কত তা আপনারা এই আরটিকেলের মাধ্যমে জানতে পারবেন। তাই এই পথে যারা ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন তারা অবশ্যই এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।

কুষ্টিয়া টু কুমারখালী ট্রেনের পরিচিতি ও সময়সূচী

কম বিরতি থাকায় ও দ্রুত গতির জন্য সকলে আন্তঃনগর ট্রেন পছন্দ করে থাকে। আর এই পথে দুইট আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস নামক আন্তঃনগর ট্রেন গুলো সপ্তাহের ছয় দিন এই পথে চলাচল করে। নিচে এই ট্রেন গুলোর সময়সূচী ও ছুটির দিন ছকের সাহায্যে তুলে ধরা হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
মধুমতি এক্সপ্রেস(৭৫৬)১১ঃ০৩১১ঃ২৩বৃহস্পতিবার 
টুঙ্গিপাড়া এক্সপ্রেস(৭৮৪)১৮ঃ১৩১৮ঃ৩৬সোমবার

কুষ্টিয়া থেকে কুমারখালী পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য

এই পথের দুরুত্ব অনেক কম। তাই আপনি অনেক কম মুল্যে টিকিট ক্রয় করে এই পথে ভ্রমণ করতে পারবেন।নিচে এই পথের ট্রেনের টিকিটের মূল্য ছকের মাধ্যমে দেওয়া হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন৪৫
শোভন চেয়ার ৫০
১ম শ্রেনি ৯০

এই আর্টিকেল লেখা হয়েছে শুধুমাত্র এই পথে আপনাদের ট্রেন যাত্রাকে আরামদায়ক করতে। আশাকরি আমাদের আরটিকেলের উদ্দেশ্য সফল হবে। আপনারা সতর্কতার সাথে ট্রেন ভ্রমণ করবেন ও বিনা টিকিটে ভ্রমণ হতে বিরত থাকবেন।

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News