সাশ্রয়ী ও নিরাপদ ভ্রমনের জন্য অনেকেই ট্রেন পথকে বেছে নেন। ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য জেনে ট্রেন ভ্রমনে বাহির হলে সকল প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই আমরা আজ এই আর্টিকেলটি লিখেছি কোট চাঁদপুর থেকে ঈশ্বরদী স্টেশন পর্যন্ত চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে। আশা করি এই আর্টিকেল পড়লে এই পথের ট্রেন যাত্রীদের সময় বৃথা যাবেনা।

কোট চাঁদপুর টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী

কোট চাঁদপুর থেকে ঈশ্বরদী ভ্রমনের জন্য আপনারা একাধিক আন্তঃনগর ট্রেন পাবেন। ট্রেন গুলোর সময়সূচী আপনাদের সুবিধার জন্য ছক আকারে দেওয়া হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
রুপসা এক্সপ্রেস(৭২৭)০৮ঃ৫৬১১ঃ২০বৃহস্পতিবার 
কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৫)০৮ঃ০৭১০ঃ৩৫মঙ্গলবার
সুন্দরবন এক্সপ্রেস(৭২৫)২৩ঃ৫৯০২ঃ১৫মঙ্গলবার
সাগরদাঁড়ি এক্সপ্রেস(৭৬১)১৮ঃ০০২০ঃ৩০সোমবার
চিত্রা এক্সপ্রেস(৭৬৩)১১ঃ০০১৩ঃ১৫সোমবার
বেনাপোল এক্সপ্রেস(৭৯৫)১৪ঃ৩৩১৬ঃ২৫বুধবার 

কোট চাঁদপুর টু ঈশ্বরদী ট্রেনের টিকিটের মূল্য

এই পথে আপনি সুলভ মূল্যে ভ্রমণ করতে পারবেন। এই পথে চলাচলকারী ট্রেনের ভাড়া আসন ভিত্তিতে নিচে ছক আকারে দেওয়া হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন১৩৫
শোভন চেয়ার ১৬৫
১ম শ্রেণি ২২০
স্নিগ্ধা ২৭০
এসি সিট ৩২৫

এই পথে ট্রেন ভ্রমণ আনন্দদায়ক ও আরামদায়ক করার উদ্দেশ্যে এই আর্টিকেল তৈরি করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে সকল তথ্য নিয়ে। আপনাদের ট্রেন ভ্রমণ শুভ ও নিরাপদ হবে এই কামনায় শ্বস করছি। ধন্যবাদ।

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News