ট্রেনে ভ্রমন যেমন আমাদের মূল্যবান সময় ব্যাচায়, ঠিক তেমনি ট্রেন ভ্রমণ করতেও আমাদের ভীষণ ভালো লাগে। যখন আমরা ট্রেনে কোথাও ঘুরতে যাই তখন আমাদের মধ্যে এক ধরনের অন্যরকম ফিলিংস কাজ করে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর তাইতো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আহসানগঞ্জ টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ খুঁটিনাটি তথ্য। তাই যারা এই রুটের যাত্রী তাদের এই পোস্টটি কাজে আসবে।

চলুন দেখে নিই আহসানগঞ্জ টু জয়পুরহাট ট্রেনের সময়সূচী।

এইরুটে মোট পাঁচটি ট্রেন চলাচল করে সেগুলির নাম হচ্ছে ১.বাংলাবান্ধা এক্সপ্রেস ২.নীলসাগর এক্সপ্রেস ৩.দ্রুতযান এক্সপ্রেস ৪.তিতুমির এক্সপ্রেস ৫.বরেন্দ্র এক্সপ্রেস তো এবার চলুন এই ট্রেনগুলোর সময়সূচী জেনে নেওয়া যাক।

ট্রেনের নামছুটির দিনছাড়ার সময়পৌঁছানোর সময়
বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৪)শনিবার২৩:১৬০০:৪১
নীলসাগর এক্সপ্রেস (৭৬৫)সোমবার১১:৪০১৩:০৪
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭)নেই ০০:৫২০১:৫৬
তিতুমির এক্সপ্রেস (৭৩৩)বুধবার০৮:১৭০৯:৩৮
বরেন্দ্র এক্সপ্রেস (৭৩১)রবিবার১৬:৪৩১৮:০০

এবার চলুন দেখে নিই (আহসানগঞ্জ টু জয়পুরহাট) রুটে চলাচলকারী ট্রেনের বিভিন্ন ক্যাটাগরির টিকিটের প্রাইজ।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট সহ)
শোভান চেয়ার৬৫
শোভান৫৫
স্নিগ্ধা১১০
প্রথম সিট৯০
এসি সিট১৩০
এসি বার্থ১৯৫

আপনার এইরুটে যাওয়ার প্রত্যেকটা মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক সেই প্রত্যাশা নিয়েই এখানেই আজকের পোস্টটি শেষ করতে হচ্ছে, দেখা হবে পরবর্তী কোনো ট্রেনের সিডিউল নিয়ে! ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো থাকুন ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News