বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস, ক্যাপশন, ফেসবুক স্ট্যাটাস ও ছবি

বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস, ক্যাপশন, ফেসবুক স্ট্যাটাস ও ছবি

বিয়ে টিকিয়ে রাখার সবচেয়ে জরুরি মন্ত্র হলো থালা-বাটি আমি ধুচ্ছি।

–  সুখী দাম্পত্য জীবনের জন্য একজন পুরুষের উচিত তার মুখ বন্ধ রাখা, এবং চেক বই খোলা রাখা।

– বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে সেটি হচ্ছে ভালোবাসা, আর বিয়ের পরে যখন ধরে সেটি হচ্ছে আত্মরক্ষা।

– মেয়েরা কেমন পুরুষ চায়? সুদর্শন বিত্তবান এবং নিবোধ।

-আপনার স্ত্রী আপনার কৌতুক শুনে হাসল এর অর্থ হচ্ছে হয় কৌতুকটি খুব ভালো নয় আপনার বউ খুব ভালো।

-বিয়ে না করলে ছেলেরা সারা জীবন ধরে ভাবতো তাদের জীবনে কোন ভুল নেই।

– এত চিন্তা না করে বিয়ে করে ফেলো যদি তুমি ভালো ভালো বউ পাও তাহলে তুমি সুখী হবে। আর যদি স্ত্রী ভয়ঙ্কর হয় তাহলে ফিলোসোফার হয়ে যাবে।

– বিবাহিত জীবন আমার কাছে খুবই ভালো লাগে বাকি জীবন জ্বালানোর জন্য একজন বিশেষ মানুষকে খুঁজে পাওয়ার মত আনন্দের কিছু নেই।

–  পুরুষটা নারীদেরকে বিয়ে করে এই আশায় যে তাদের স্ত্রী কখনো বদলে যাবে না, আর নারীরা পুরুষদের বিয়ে করে এই আশায় যে তারা একসময় চেঞ্জ হবে কিন্তু দুইজনকেই একইভাবে নিরাশ হতে হয়।

–  সব পুরুষই ভুল করে কিন্তু বিবাহিত পুরুষরা তাদের ভুলের ব্যাপারে খুব সহজে যেনে যায়।

–  

–  বিয়েটা একটা রোমাঞ্ছকর উপন্যাস যার প্রথম অধ্যায় ই নায়কের মৃত্যু হয়ে থাকে।

– বিয়ের এর অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নাও আর কর্তব্যকে দ্বিগুণ করে নেওয়া।

– মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ের পরে।

-স্ত্রীর সাথে বিরক্ত করে লাভ কি? আঘাত করলেও কষ্ট আঘাত পেলেও কষ্ট।

– সবা বিয়েই সুখের হয়, কিন্তু ঝামেলা বাধে পরে একসাথে থাকতে গিয়ে।

– এটা সত্যি যে ভালোবাসা অন্ধ তবে বিয়ে চোখ খুলে দেয়।

– একটি মেয়ে তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত থাকে যতদিন তার বিয়ে না হয়, ছেলেদের চিন্তাটা বিয়ের পরে শুরু হয়।

– অনেকেই আমাদের দীর্ঘ দাম্পত্য জীবনের রহস্য নিয়ে প্রশ্ন করে, তাদেরকে বলি সপ্তাহে দুদিন ভালো রেস্তোরায় ডিনার, মৃদু আলোতে সফট মিউজিক একটু নাচ এইতো আমি যাই বিসুদবার এ আমার স্ত্রী সোমবারে।

– একজন সফল পুরুষ সেই যে এত টাকা আয় করতে পারে যা তার বউ খরচ করে শেষ করতে পারে না , একজন মেয়ের ক্ষেত্রে সাফল্য হচ্ছে এরকম একজন পুরুষকে খুঁজে বের করতে পারা।

আর্টিকেলটি পুরোটা পড়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।

আরো দেখুন:

Google News

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *