এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশ– পেতে যাচ্ছে বলে প্রথমআলোকে জানিয়েছেন–ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাপ কমিটির সভাপতি তপন কুমার সরকার। ২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট নভেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকাশ পাবে। সেটা হতে পারে ২৮ তারিখ, হতে পারে ২৯ তারিখ বা ৩০ তারিখ। যা পরবর্তীতে আবারো জানিয়ে দেওয়া হবে। তবে এই তিন দিনের মধ্যে যেকোনো দিন ফল প্রকাশ পাবে বলে এমনই নোটিশ জানাবে শিক্ষা মন্ত্রণালয়।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ২০২২
বিশেষ দ্রষ্টব্য: সার্ভার ডাউন থাকার কারণে অনেকেই পরীক্ষার রেজাল্ট জানতে হেনস্থার সম্মুখীন হোন আর দ্রুত ফলাফল পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই এসএসসি পরীক্ষার্থীরা দ্রুত নিজেদের রেজাল্ট জানতে আমাদের ওয়েবসাইট বুক মার্ক করে রাখুন। কেননা এখানে আমরা অন্য উপায়ে সকল বোর্ডের এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার সিস্টেম আপনাদেরকে জানিয়ে দেবো পরবর্তী আপডেটে।
এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশ
পরীক্ষা: মাধ্যমিক সার্টিফিকেট
পরীক্ষার্থী: ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন
পরীক্ষার সাল: ২০২২
পরীক্ষার তারিখ: ১৫ সেপ্টেম্বর-০১লা অক্টোবর
এস এস সি রেজাল্ট প্রকাশের তারিখঃ ২৮,২৯,৩০ নভেম্বর ২০২২
রেজাল্ট প্রকাশের ওয়েবসাইট: www.educationboardresults.gov.bd
শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইট
কারিগরি শিক্ষা বোর্ড = www.bteb.gov.bd
মাদ্রাসা শিক্ষা বোর্ড= www.bmeb.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ= www.bmeb.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর=www.dinajpureducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী= www.rajshahieducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা= www.comillaboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম= www.bise-ctg.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা=dhakaeducationboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট= sylhetboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল= www.barisalboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর= www.jessoreboard.gov.bd
এসএসসি পরীক্ষা ২০২২ এর গ্রেডিং সিস্টেম
মার্ক – গ্রেড পয়েন্ট – লেটার গ্রেড
০-৩২ – ০.০০ – F
৩৩-৩৯ – ১.০০ – D
৪০-৪৯ – ২.০০ – C
৫০-৫৯ – ৩.০০ – B
৬০-৬৯ – ৩.৫০ – A-
৭০-৭৯ – ৪.০০ – A
৮০-১০০ – ৫.০০ – A+
এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২
আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এরই পূর্বে ২৫ অক্টোবর তারিখের দিকে গণমাধ্যমে জানিয়েছিলেন– এসএসসি পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে আর তা নভেম্বর মাসের দিকে শেষ হবে। এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে ঠিক নভেম্বরের শেষ তারিখ অথবা ডিসেম্বরের শুরুর সপ্তাহে। আর পরবর্তী আপডেটে তিনি এমনটাই আবারো জানিয়েছেন। তবে এসএসসি পরীক্ষার ফলাফল ডিসেম্বরে নয় নভেম্বরের শেষ তিন দিনের মধ্যে প্রকাশ পাবে।
আমাদের ওয়েবসাইট= লিংক