যারা কুমারখালী থেকে ভেড়ামারা পর্যন্ত যাওয়ার জন্য সড়ক পথের দুর্ঘটনা ও অস্বস্তি এড়িয়ে শান্তিতে ট্রেন পথে ভ্রমনের চিন্তা করছেন তাদের জন্যই আমরা আজ এই আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। এই পথে আপনাদের ভ্রমণ যাতে সহজ ও আরামদায়ক হয় তার জন্য এই আর্টিকেল সাজানো হয়েছে এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য নিয়ে। 

কুমারখালী টু ভেড়ামারা ট্রেনের সময়সূচী

আপনি যে ট্রেনে ভ্রমণ করবেন সেই ট্রেনের সময়সূচী জানা না থাকলে আপনাকে সমস্যায় পরতেই হবে।ট্রেন মিস করতে পারেন আবার কাঙ্ক্ষিত ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা লাগতে পারে। তাই আপনাদের সুবিধার জন্য এই পথে চলাচলকারী ট্রেন গুলোর সময়সূচী ও ছুটির দিন নিচে ছক আকারে তুলে ধরছি। 

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
টুঙ্গিপাড়া এক্সপ্রেস(৭৮৩)০৯ঃ৪৪১১ঃ০৯মঙ্গলবার 
মধুমতি এক্সপ্রেস(৭৫৫)১৬ঃ৪২১৮ঃ১৪বৃহস্পতিবার

কুমারখালী টু ভেড়ামারা ট্রেনের টিকিটের মূল্য

কুমারখালী থেকে ভেড়ামারা পর্যন্ত টিকিটের মূল্য নিচে ছক আকারে দেখানো হলো।

আসনভাড়া(ভ্যাটসহ)
শোভন৪৫
শোভন চেয়ার ৫৫
১ম শ্রেণি৯০

আমাদের এই আর্টিকেল যদি আপনাদের যাত্রাকে সহজতর করতে কিছুটা ভূমিকা রাখে তবেই আমরা এই রকম অন্যান্য ট্রেনের সময়সূচি নিয়ে আর্টিকেল লিখতে উৎসাহ পাব। আশাকরি আপনারা আমাদের আর্টিকেল গুলো মনোযোগ দিয়ে পড়বেন। সকলকে ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News