আপনি কি কুলাউড়া থেকে ফেনী পথের ট্রেনের সময়সূচী না জানার কারণে যাত্রা পথে সমস্যায় পড়ছেন? তবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের এই আরটিকেলে চোখ বুলিয়ে নিন। কারণ এই আরটিকেলে আছে এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য সহ যাবতীয় তথ্য। তাই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

কুলাউড়া টু ফেনী ট্রেনের পরিচিতি ও সময়সূচী

আপনি কুলাউড়া থেকে একাধিক আন্তঃনগর ট্রেনে ফেনী ভ্রমণ করতে পারবেন।আন্তঃনগর ট্রেন হওয়ায় আপনি খুব দ্রুত ও আরামে এই পথে ভ্রমণ করতে পারবেন।নিচে ট্রেন গুলোর পরিচিতি,সময়সূচী ও ছুটির দিন ছক আকারে দেখানো হলো।

ট্রেনের নামছাড়ার সময়পৌছানোর সময়অফ ডে
পাহাড়িকা এক্সপ্রেস(৭২০)১১ঃ২৪১৭ঃ৫০শনিবার
উদয়ন এক্সপ্রেস(৭২৪)২২ঃ৫৭০৪ঃ১৮রবিবার

কুলাউড়া টু ফেনী ট্রেনের টিকিটের মূল্য

এই পথে ট্রেন ভ্রমনের জন্য আপনি কাউন্টারে অথবা অন লাইনে টিকিট ক্রয় করতে পারবেন।বিভিন্ন শ্রেণির আসনের টিকিটের মূল্য নিচে ছক আকারে দেওয়া হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন২১০
শোভন চেয়ার ২৫০
১ম শ্রেণি ৩৩৫
১ম বার্থ ৫০০
স্নিগ্ধা ৪৮৩
এসি সিট ৫৭৫
এসি বার্থ ৮৬৩

আশাকরি এই আর্টিকেল এই পথে আপনাদের ট্রেন যাত্রাকে উপভোগ্য করে তুলবে। আপনাদের ট্রেন যাত্রা পথের সমস্যা কিছুটা কমাতে পারলেই আমরা এই রকম আর্টিকেল লিখতে উৎসাহ পাব। ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News