সাশ্রয়ী ভ্রমনের জন্য সকলের নিকটে বিশেষ কর নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কাছে ট্রেন ভ্রমণ খুবই জনপ্রিয়। আর এই জনপ্রিয় ট্রেন ভ্রমণকে স্বস্তিদায়ক করতে আমরা আপনাদের জন্য এই আর্টিকেল এনেছি। খুলনা থেকে বিরামপুর পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্যসহ যাবতীয় তথ্য আপনারা এই আরটিকেলে পাবেন। তাই এই পথে ট্রেন ভ্রমণকারীদের জন্য এই আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। 

খুলনা টু বিরামপুর ট্রেনের সময়সূচী

এই পথে আপনাদের সেবায় দুইটি আন্তঃনগর ট্রেন রয়েছে। ট্রেন গুলো খুলনা থেকে কোন সময় ছেড়ে যায়, কোন সময় বিরামপুর পৌছায় আবার কোন দিন বন্ধ থাকে তা আপনারা নিচের ছক থেকে জেনে নিতে পারবেন।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
রুপসা এক্সপ্রেস(৭২৭)০৭ঃ১০১৪ঃ২৪বৃহস্পতিবার 
সীমান্ত এক্সপ্রেস(৭৪৭)২১ঃ১৫০৪ঃ০৩সোমবার

খুলনা টু বিরামপুর ট্রেনের টিকিটের মূল্য

অন লাইন অথবা টিকিট কাউন্টার থেকে আপনারা এই পথের ট্রেনের টিকিট সহজে সংগ্রহ করতে পারবেন। নিচে এই পথের ট্রেনের টিকিটের মূল্য ছক আকারে দেওয়া হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন৩২০
শোভন চেয়ার ৩৮৫
১ম শ্রেণি ৫১৫
১ম বার্থ ৭৭০
স্নিগ্ধা ৬৪০
এসি সিট ৭৭০
এসি বার্থ ১১৫৫

আপনাদের ট্রেন ভ্রমণকে উপভোগ্য করতে এই আর্টিকেল কিছুটা হলেও সাহায্য করবে। আপনারা সতর্কতার সাথে ট্রেন ভ্রমণ করবেন ও মালামাল নিজ দায়িত্বে রাখবেন।ধন্যবাদ।

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News