আজ আমরা এই আর্টিকেল নিয়ে হাজির হয়েছি সেই সব ট্রেন যাত্রীদের কথা চিন্তা করে যারা কিনা কোট চাঁদপুর থেকে আলমডাঙ্গা ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন কিন্তু ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য সম্পর্কে অবগত নন। এই আর্টিকেল পড়ে এই পথের ট্রেন যাত্রীরা সহজেই এই পথে চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য জানতে পারবেন। তাই আর দেরি না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন ও নিজেকে যাত্রা পথের জটিলতা থেকে দূরে রাখুন। 

কোট চাঁদপুর টু আলমডাঙ্গা ট্রেনের সময়সূচী

কোট চাঁদপুর থেকে একাধিক আন্তঃনগর ট্রেন এই পথে চলাচল করে থাকে। ট্রেন গুলোর সময়সূচী ও ছুটির দিন নিচে ছক আকারে দেওয়া হলো।

ট্রেনের নামযখন ছাড়বেযখন পৌছাবেছুটির দিন
কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৫)০৮ঃ০৭০৯ঃ২০মঙ্গলবার
সুন্দরবন এক্সপ্রেস(৭২৫)২৩ঃ৫৯০১ঃ১৩মঙ্গলবার
রুপসা এক্সপ্রেস(৭২৭)০৮ঃ৫৬১০ঃ০৫বৃহস্পতিবার 
সীমান্ত এক্সপ্রেস(৭৪৭)২২ঃ৫৯০০ঃ১১সোমবার
সাগরদাঁড়ি এক্সপ্রেস(৭৬১)১৮ঃ০০১৯ঃ১৫সোমবার 
চিত্রা এক্সপ্রেস(৭৬৩)১১ঃ০০১২ঃ০৭সোমবার

কোট চাঁদপুর টু আলমডাঙ্গা ট্রেনের ভাড়া

এই পথের টিকিটের মূল্য আসন অনুসারে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। নিচে এই পথের ট্রেনের টিকিটের মূল্য ছকের সাহায্য দেখানো হলো।

আসনটিকিটের মূল্য(ভ্যাটসহ)
শোভন৬০
শোভন চেয়ার ৭০
১ম শ্রেণি ৯৫
স্নিগ্ধা ১১৫
এসি সিট ১৪০

আমরা মনে করি এই আর্টিকেল এই পথে আপনাদের ট্রেন যাত্রাকে নিরাপদ ও উপভোগ্য করতে কিছুটা হলেও সাহায্য করবে। কোট চাঁদপুর থেকে অন্যান্য স্থানে চলাচলকারী সকল ট্রেনের যাবতীয় তথ্য পেতে আমাদের পেজে চোখ রাখুন। 

আরো দেখুন ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News