ঝামেলা বিহীন ট্রেন জার্নির জন্য অবশ্যই জেনে রাখা ভালো ট্রেনের সিডিউল। আর তাইতো আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আশুগঞ্জ টু নাঙ্গলকোট ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা। চলুন তাহলে শুরু করা যাক বেশি কথা বলে লাভ কি আর?

তো প্রথমেই দেখে নিই আশুগঞ্জ টু নাঙ্গলকোট ট্রেনের সময়সূচী।

এই আশুগঞ্জ টু নাঙ্গলকোট পথের সঙ্গী হতে পারে আপনার শুধুমাত্র একটি ট্রেন আর তার নাম হচ্ছে (মহানগর এক্সপ্রেস) নিচে এ ট্রেনের সময়সূচী দেওয়া হলো

ট্রেনের নামছুটির দিনছাড়ার সময়পৌঁছানোর সময়
মহানগর এক্সপ্রেস(৭২২)রবিবার২৩:১৬০২:৩৫

এবার চলুন দেখে নিই (আশুগঞ্জ টু নাঙ্গলকোট) বিভিন্ন ক্যাটাগরির টিকিটের প্রাইজ।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট সহ)
শোভান চেয়ার৭০
শোভান৬০
এসি সিট১৫৬
স্নিগ্ধা১৩৩
এসি বার্থ২৩৬
প্রথম বার্থ১৩৫
প্রথম সিট৯০

আপনার এইরুটে যাওয়ার প্রত্যেকটা মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক , সেই প্রত্যাশা নিয়েই আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ট্রেনের সিডিউল নিয়ে! ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো থাকুন ধন্যবাদ।

দেখুন আরো ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা:

Google News