সর্দি জ্বরের এন্টিবায়োটিক ঔষধের নাম জানতে চাইলে পড়ে ফেলুন আমাদের আজকের নিবন্ধনটি। কেননা সচরাচর মানুষ জ্বর সর্দির কবলে পড়েন। তাছাড়াও বর্তমানে তাপউজ্জল আবহাওয়ার কারণে বেশিরভাগ মানুষই সর্দি কাশির সমস্যায় পড়েন। আর এটা এমন একটা পর্যায়ে যায় যখন ঔষধ খাওয়া ছাড়া আর কোন বিকল্প মাধ্যম থাকে না। কিন্তু কথা হচ্ছে সেই সময় অর্থাৎ অতিরিক্ত সর্দি জ্বরের জন্য আপনি কোন ওষুধটি খাবেন!

সর্দি জ্বরের এন্টিবায়োটিক

সর্দি জ্বরের অ্যান্টিবায়োটিক ওষুধের নাম গুলো আসলে কি কি! আমরা মূলত সেই সব ওষুধের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে। সেই সাথে সর্দি জ্বরের এন্টিবায়োটিক ওষুধের দাম এবং সেগুলো কোথায় থেকে সংগ্রহ করতে পারবেন সে সম্পর্কেও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন সর্দি জ্বরের এন্টিবায়োটিক ওষুধের নাম জেনে নেওয়া যাক।

আরও দেখুনঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের তালিকা ও যোগাযোগের মাধ্যম

সর্দি জ্বরের এন্টিবায়োটিক

সর্দি জ্বরের জন্য চিকিৎসকরা প্রথম অবস্থায় কিছু সাধারণ ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আর তাই আমরা আলোচনার এ পর্যায়ে সাধারণ জ্বর সর্দি কাশির ওষুধের নাম এবং অতিরিক্ত সর্দি জ্বরের এন্টিবায়োটিক ঔষধের নাম আলাদাভাবে চার্ট আকারে তুলে ধরবো। 

তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক ঔষধ সেবনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাই ভুলেও এই ঔষধ গুলোর নাম সংগ্রহ করার পরবর্তীতে নিজ ইচ্ছায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোন নির্দেশনার না মেনে ঔষধ সেবন করবেন না। কেননা প্রত্যেকটি ওষুধের কিছু না কিছু সাইড ইফেক্ট থেকে থাকে। 

আর তাই আপনি যদি নিজের মর্জিনাফিক ওষুধ সেবন করেন তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই সুস্থ ও সুন্দর জীবন কামনায় নিজের শরীরের যত্ন নিন এবং ঔষধ খাওয়ার পূর্বে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করুন ডাক্তারদের সাথে। 

আপনি চাইলে এখনই গুগলে সার্চ করতে পারেন স্বাস্থ্য রিলেটেড ওয়েবসাইট অথবা medex, doctlab.com লিখে। কেননা এই ধরনের বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভালো ভালো ডাক্তারদের থেকে ফ্রিতে চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ কাঁচা ছোলা ও কাচা বাদামের উপকারিতা ও অপকারিতা

সাধারণ জ্বর সর্দি কাশির ঔষধের নাম

জ্বর সর্দি কাশি যদি অতিরিক্ত গুরুতর পর্যায়ে না যায় তাহলে চিকিৎসকরা সাধারণত নিচের ট্যাবলেট গুলো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সেগুলো হলো:-

 জ্বরের জন্য—

  • নাপা (Napa)
  • এক্সট্রা নাপা (Napa Extra)
  • নাপা এক্সটেন্ড (Napa Extend)
  • এসি (Ace)
  • নাপা রেপিড (Napa Rapid)
  • এসি প্লাস (Ace plus)
  • ফার্স্ট (Fast)
  • ফার্স্ট ক্লাস (Fast Plus)
  • এক্সেল (Xcel)
  • এক্সেল প্লাস (Xcel plus)

সর্দি কাশির জন্য

  • হিস্টাসিন (Histacin)
  • হিস্টালেক্স (Histalex)
  • হিস্টিন (Histin)
  • হিস্টামিন (Histamine) 
  • হিস্তানল (Histanol)
  • অ্যামব্রক্স এসআর (Ambrox SR)
  • অ্যাকোরেক্স (Acorex)
  • অ্যামবিট (Ambeet)
  • অ্যাম্বোজিন এসআর (Ambozin SR)
  • অ্যামব্রক্সল এসআর (Ambroxol SR)

জ্বরের এন্টিবায়োটিক ঔষধের নাম—

  • Adiz 250 mg
  • Adiz 500 mg
  • Azin 250 mg
  • Azin 500 mg
  • AZ 250 mg
  • AZ 500 mg

সর্দি কাশির এন্টিবায়োটিক ঔষধের নাম—

  • Keto A 100
  • Acorex (15mg)
  • Brolyt (4mg)
  • Fexo 120
  • Ambrox 75 SR
  • Klarix

আরও দেখুনঃ

Google News