সমাজকর্ম গবেষণার সংজ্ঞাঃ সমাজকর্ম গবেষণা হচ্ছে সমাজকর্মের অন্যতম সাহায্যকারী পদ্ধতি। এর লক্ষ্য হলো সামাজিক সমস্যার সমাধান এবং সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় বা প্রশ্ন সম্পর্কে সুশৃংখল ও বিজ্ঞানসম্মত সমাধান।মানুষের কল্যাণের জন্য কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের উদ্দেশ্যে সমাজকর্ম গবেষণা পরিচালিত হয়ে থাকে। সমাজকর্ম গবেষণা সামাজিক গবেষণার ই একটি বিশেষ দিক। আরও দেখুনঃ সামাজিক কার্যক্রম কি | সমাজকর্ম
সমাজকর্ম গবেষণার সংজ্ঞা
সমাজকর্মের বিভিন্ন সমস্যা মোকাবিলা এবং সমাজকর্ম পেশা ও অনুশীলনের উন্নয়নের জন্য যে গবেষণা পরিচালনা করা হয় সাধারণভাবে তাকেই সমাজকর্ম গবেষণা বলা হয়। অন্যভাবে বলা যায়, সমাজকর্ম গবেষণা হচ্ছে এমন এক বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান ও প্রক্রিয়া যা সমাজকল্যাণ ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান খুঁজে বের করার সাথে সাথে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও তত্ত্বের মূল্যায়ন, সারণীবন্ধকরণ ও সম্প্রসারণ করে থাকে। আরও দেখুনঃ সেলস এন্ড মার্কেটিং জব ইন্টারভিউ | ইন্টারভিউর প্রশ্নের উত্তর কীভাবে দেবেন
সমাজকর্মের গবেষণা বিষয়ে মনীষীগণদের মতামতঃ বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সমাজকর্ম গবেষণার সংজ্ঞা প্রদান করেছেন নিম্নে তাদের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলোঃ
আর্নেস্ট গ্রীনউড বলেছেন,”social work research is the the systematic, critical investigation of questions in the the social welfare field purpose to yielding answer of problems to social work, and of extending and generaling social work knowledge and concepts”.
ওয়াল্টার এ. ফ্রিডল্যান্ডার এর মতে,” Research in social work is the critical inquiry and the scientific testing of the validity of social work knowledge,skill,concepts and theory.”
অর্থাৎ সমাজকর্ম গবেষণা বলতে সমাজকর্ম সংগঠন কার্যক্রম এবং পদ্ধতিসমূহের যথার্থতা নিরূপণের এমন এক বিজ্ঞানভিত্তিক অনুসন্ধান ও পরীক্ষা প্রক্রিয়া বোঝায় যা সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, ধারণা এবং তত্ত্বের মূল্যায়ন, সারণীকরণ ও সম্প্রসারণ করে থাকে।
নর্মান এ. পোলেন্সকীর মতে,”সমাজকর্ম গবেষণা হচ্ছে এমন এক বিজ্ঞানসম্মত অনুসন্ধান প্রক্রিয়া যা প্রচলিত জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে এবং যা প্রচার ও যাচাইযোগ্য।” আরও দেখুনঃ সেলস এন্ড মার্কেটিং কি | সেলস এবং মার্কেটিং এর মধ্যে পার্থক্য
আধুনিক সমাজকল্যাণে সামাজিক গবেষণার গুরুত্ব অপরিসীম। গবেষণার যথার্থ ব্যবহারের ওপর এই সামাজিক গবেষণার সাফল্য নির্ভর করে।কাজেই গবেষণা হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন সমস্যাকে অনুধাবন করা যায়। সমস্যা এবং সমাধানের তাগিদে বিশেষ পদ্ধতিতে চিন্তার নামই গবেষণা ।আর এ জন্য প্রয়োজন পরীক্ষা-নিরীক্ষা, যার মাধ্যমে কোন বিষয়ে প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব হয়।
উপরিউক্ত সংজ্ঞাগুলো বিচার বিশ্লেষণ করার আলোকে বলা যায় সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট সমস্যাবলীর সমাধান এবং সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, ধারণা এবং পদ্ধতি উন্নয়নকল্পে পরিচালিত সুশৃংখল ও অনুসন্ধান প্রক্রিয়ায় সমাজকর্ম গবেষণা। এর মাধ্যমে সমাজকর্মের জ্ঞানভান্ডার সমৃদ্ধশালী হয় এবং সামাজিক সমস্যার সমাধান করা যায়।