সেলস এন্ড মার্কেটিং কি এই প্রশ্ন টা অনেকেই করে থাকেন। বন্ধুরা আজকে আমরা আমাদের আর্টিকেলে সেলস এন্ড মার্কেটিং কি তা সম্পর্কে বিস্তারিত জানবো। আসলে অনেকেই সেলস এন্ড মার্কেটিং এই দুইটাকে এক ভেবে থাকেন। আবার অনেক কোম্পানিতেই সেলস এবং মার্কেটিং এর পার্থক্য না বোঝার কারণে শুধু মার্কেটিং এক্সিকিউটিভ পদ রাখেন আবার কেউ সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবেও রাখেন। কিন্তু এক ভাবলেও সেলস এবং মার্কেটিং এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তাহলে চলুন জেনে নেই সেলস এন্ড মার্কেটিং কি

সেলস এন্ড মার্কেটিং কি

সেলস এন্ড মার্কেটিং কি

সেলস বা বিক্রয় কি?

মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুটি পক্ষের মধ্যে পণ্য বা সেবার আদান-প্রদান কে সেলস বা বিক্রয় বলা হয়। অর্থাৎ বিক্রয় হচ্ছে দুই বা ততোধিক পক্ষের মধ্যে লেনদেন করা যেখানে ক্রেতা অর্থের বিনিময়ে দৃশ্যমান বা অদ্রীসমান পণ্য সেবা বা সম্পত্তি গ্রহণ করে থাকেন। মনে করুন আপনি একটি ফোন বিক্রি করবেন। যখন ফোন বিক্রি করবেন তখন সেটা হবে সেলস। আরও দেখুনঃ কাস ফুল (Kash ful) | শরতের কাশ ফুল | কাশ ফুল

মার্কেটিং কি?

যার মাধ্যমে কোম্পানিগুলো তে তাদের জন্য ভ্যালু তৈরি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে তাকেই মার্কেটিং বলে। পর্ণ বা সেবা উৎপাদনের পূর্বেই মার্কেটিং বা বাজারজাতকরণের কাজ শুরু করা হয় এবং সেই পণ্য বা সেবা ভোক্তা ভোগ করার পরেও মার্কেটিংয়ের কার্যক্রম চলমান থাকে। অর্থাৎ মার্কেটিং এর লক্ষ্য হলো গ্রাহকদের দীর্ঘমেয়াদে জয়ী করার এবং ধরে রাখা। মনে করুন আপনি ফোন বিক্রি করার জন্য ফেসবুকে একটি পোস্ট দিলেন যে ফোন বিক্রি করবেন। তখন ওই পোস্ট দেখে আপনার ফোনটি কেউ কিনলো, সেটা হল মার্কেটিং। আরও দেখুনঃ দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার রচনা

মার্কেটিং এর স্তম্ভ কে মোট চারটি প্রধান ভাগে ভাগ করা হয়। যাকে সংক্ষেপে 4P বলা হয়। আর এই 4p এর পূর্ণরূপ হলঃ

  • Product-পণ্য
  • Price-মূল্য
  • Place-স্থান
  • Promotion-প্রসার।

সেলস এন্ড মার্কেটিং এর পার্থক্যঃ

সেলস এন্ড মার্কেটিং কি

আসলে সেলস এন্ড মার্কেটিং হল দুটি শর্ত যা প্রায়ই একই অর্থের সাথে শব্দগুলি দেখায় কিন্তু তারা এক নয়। তারা প্রকৃতপক্ষে অনুরূপ প্রদর্শিত হতে পারে যে বিক্রয় এবং বিপণন লক্ষ্যমাত্রা বৃদ্ধি এবং লাভের উৎপাদনের লক্ষ্য। তবে অবশ্যই আপনার একটা বিষয় মাথায় রাখা দরকার যে সেলস এবং মার্কেটিং এর উদ্দেশ্য প্রায় একই। সেলসের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন আর মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য হল মুনাফা অর্জনের জন্য পণ্যকে সঠিকভাবে বাজারজাতকরণ করা। সুতরাং কোন ব্যবসা শুরুর পূর্বে অবশ্যই সেলস এবং মার্কেটিং সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত। তাহলেই খুব দ্রুত ব্যবসায় সফলতা লাভ করা সম্ভব।

Google News