উৎপাদন প্রক্রিয়ার যান্ত্রিকীকরণ কে বলা হয় শিল্পায়ন অন্যদিকে গ্রামীণ মানুষের শহরমুখী বসবাসের প্রবণতাকে বলা হয় নগরায়ন এতে একদিকে যেমন গ্রামের তুলনায় শহরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা গড়ে উঠেছে এতে করে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে।আর এই সমস্যাগুলি মানবসমাজে জীবনযাত্রার মানকে নিম্ন মুখী দিচ্ছে বহুমুখী হিসেবে। আরও দেখুনঃ বিক্রয় কাকে বলে?

শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা

শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা

শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যাঃ শিল্পায়ন ও নগরায়নের ফলে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। যা নিম্নে উল্লেখ করা হলোঃ

  • পারিবারিক ভাঙ্গন: আমরা জানি সমাজ গঠিত হয় কয়েকটি পরিবারের সমন্বয়ে তেমনই একটি পরিবার গঠিত হয় পরিবারের সদস্যদের নিয়ে। শিল্পায়ন ও শহরায়ন এর ফলে এই পরিবারকে ভেঙে তারা এককভাবে বসবাস করতে শুরু করে যার ফলে চিরাচরিত যৌথ পরিবার গুলো ভেঙে একক পরিবারের পরিণত হচ্ছে। শহরে বসবাসের উদ্দেশ্যে স্ত্রী-পুত্রকে নিয়ে কর্মমুখী মানুষের একক পরিবার গড়ে উঠছে। আরও দেখুনঃ দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার রচনা
  • সামাজিক বন্ধন ছিন্ন: সমাজে বসবাসরত মানুষের মাঝে একটি গভীর সম্পর্ক বিদ্যমান থাকে ।তারা নিজেদের সংস্কৃতি সঙ্গে একে অপরকে মিলেমিশে বাস করতে শেখায় । কিন্তু শিল্পায়ন ও শহরায়ন এর ফলে সমাজের মানুষ শহরমুখী হয়ে পড়ে যার ফলে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে । এতে পারস্পরিক নির্ভরশীলতা, সহযোগিতা ও একাত্মবোধ গড়ে ওঠে না । এমন অবস্থায় সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ে এবং সামাজিক বন্ধনকে শিথিল করে ফেলে। আরও দেখুনঃ সামাজিক কার্যক্রম কি
  • নৈতিক অবক্ষয়: শিল্পায়ন ও নগরায়নের ফলে মানুষের মাঝে নৈতিক অবক্ষয় ঘটে। এর ফলে তারা যান্ত্রিক মনোভাবাপন্ন হয়ে পড়ে এবং সামাজিক আদর্শের কথা ভুলে যায় । যার ফলে শহরবাসী মানুষের মাঝে নৈতিক অবনতি দেখা দেয় এবং তারা বিভিন্ন গর্হিত কাজে লিপ্ত থাকে । গ্রামের মানুষকে মূল্যায়ন করতে চায় না।
  • অপরাধ ও কিশোর অপরাধ বৃদ্ধি: শিল্পায়ন ও শহরায়ন এর ফলে মানুষের চাহিদা বেড়ে যায় । এতে তারা শহরমুখী তো হয়ই, অন্যদিকে বস্তি, পারিবারিক ভাঙ্গন, বেকারত্ব, নিরাপত্তাহীনতা ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে থাকে। আর এসব সমস্যার সাথে সামঞ্জস্যহীন মানুষ ক্রমান্বয়ে অপরাধ ও কিশোর অপরাধের জড়িয়ে পড়ে। আরও দেখুনঃ সেলস এন্ড মার্কেটিং জব ইন্টারভিউ | ইন্টারভিউর প্রশ্নের উত্তর কীভাবে দেবেন
  • আবাসনের সমস্যা: শিল্পায়ন ও শহরের ফলে আমাদের আবাসস্থল নষ্ট হচ্ছে। সীমিত জায়গায় অনেক বেশি পরিমাণে লোকের বসবাসের আবাসিক স্থান গড়ে তোলা হচ্ছে। আবার এই শিল্পায়নের ফলে আমাদের পতিত জমি নষ্ট হচ্ছে। যার ফলে এই বিপুল সংখ্যক জনগণের আবাসনের সমস্যা সৃষ্টি হচ্ছে যার ফলে একদিকে অপরিকল্পিত ঘনবসতি দেখা দেয় এবং অন্যদিকে বাসস্থান ঠিকানার অনিশ্চয়তা চলে আসে।
  • পেশাগত দ্বৈরথ: শিল্পায়ন ও নগরায়নের ফলে যান্ত্রিক উৎপাদন বেড়ে গেছে। এতে শ্রমিকরা যান্ত্রিক উপায়ে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকেন । কাজেই তাদের পেশাগত দুর্ঘটনা সম্ভাবনা বেশি অনেকাংশেই বেড়ে যায়।

উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, শিল্পায়ন ও নগরায়ন আমাদের দৈনন্দিন জীবন যাত্রায় বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। আর এসব সমস্যাই কোনো কোনো ক্ষেত্রে খুব জটিল এবং ভয়ংকর রূপ ধারণ করে। পরিবেশ দূষিত হচ্ছে, বাসগৃহের ঘাটতি হচ্ছে এবং সামাজিক ও মনস্তাত্ত্বিক সংঘাত বাড়ছে ।তাই আমাদের উচিৎ সমন্বিত উদ্যোগ গ্রহণ ও শহরমুখী প্রবণতা কমানো।

Google News