আমরা অনেকেই জানিনা যে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি। এমন কি এই বিষয়টি নিয়ে অনেকের মাঝে দ্বিধা ও কাজ করে। আজ আমরা সেই ছোট জেলা সম্পর্কে জানবো।

আরওঃ আরব দেশ কোন মহাদেশে অবস্থিত?

বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?

বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে সবচেয়ে ছোট জেলা হল মেহেরপুর। এই জেলার আয়তন ৭১৬.০৮ বর্গ কিলোমিটার। এটি আরো ৩টি উপজেলা, এবং ৩টি থানা, ২টি পৌরসভা, ১৮টি ইউনিয়ন, ১৯৯ টি মৌজা, ২৫৯ টি গ্রাম নিয়ে এই জেলাটি গঠিত।

আরওঃ সাধারণ জ্ঞান

মেহেরপুর জেলা ২৬ শে ফেব্রুয়ারি ১৯৮৪ সালে কুষ্টিয়া থেকে পৃথক করে মেহেরপুর জেলা নামে নাম করন করা হয়। এরপরে থেকে মেহেরপুর কে একটি জেলা হিসেবে গণ্য করা হয়। তারপর থেকে মেহেরপুর উপজেলা সমূহের নাম মেহেরপুর সদর মুজিবনগর ও গাংনী উপজেলা নামে পরিচিতি হয়।

Google News