একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য যখন একাধিক ব্যক্তি সমবেত হয় এবং ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনের কর্মকান্ডে নিয়ে যেতে থাকে তাকে সংগঠন বলে। কোন সংগঠন তৈরির পূর্বে প্রথমে যেটা প্রয়োজন হয় তা হল সংগঠনের নাম বাছাই। আপনি কি ধরনের সংগঠন প্রতিষ্ঠা করতে চাইছেন তার ওপর ভিত্তি করে সংগঠনের নামকরণ করতে হয়। আরও দেখুনঃ সমিতির নামকরণ

সংগঠনের নাম

আপনি আপনার সংগঠনের যে নামটি রাখতে চাইছেন তা অবশ্যই সুন্দর ইউনিক ও অর্থপূর্ণ হতে হবে। তাই আপনাদের কথা বিবেচনা করে আমরা আমাদের আজকের আর্টিকেলে সংগঠনের কিছু নতুন ইউনিক ও অর্থপূর্ণ নাম দিয়ে সাজিয়েছি। যে নাম গুলো বাছাই করে নিয়ে আপনি আপনার ধর্মীয় সংগঠনের নাম, শিক্ষামূলক সংগঠনের নাম, অরাজনৈতিক সংগঠনের নাম, সুন্দর ইসলামিক সংগঠনের নাম, সেবামূলক সংগঠনের নাম, শিশু সংগঠনের নাম, আর রাজনৈতিক সংগঠনের নাম, বন্ধু সংগঠনের নাম, গ্রামের সংগঠনের নাম, ফাউন্ডেশন এর সুন্দর নাম, আধুনিক সংগঠনের নাম সহ যেকোনো সংগঠনের নামকরণ করতে পারবেন। আরও দেখুনঃ ইসলামিক নামসমুহ

সংগঠনের নাম এর তালিকা

  • ঊষার আলো
  • আলোর পথে
  • উদ্দীপ্ত তরুণ
  • উৎকর্ষ চূড়া
  • স্বপ্নচূড়া
  • বিশ্ব খাদ্য সংস্থা
  • খাদ্য বিলিয়ে দেই
  • এক টাকায় আহার
  • মানবতার জন্য দিশারী
  • বিদ্যানন্দ ফাউন্ডেশন
  • আসুন শিশুদের রক্ষা করি
  • সকলের তরে সকলে আমরা
  • আর নয় স্বাস্থ্যঝুকি নিরাপদে বাড়ি ফিরি
  • নিরাপদ সড়ক চাই
  • মানবতার জন্য বাসস্থান
  • হেফাজতে জনগণ
  • হিজবুত বাহারি
  • ইতিহাদ
  • আল শামস
  • কাফেলা
  • হিলফুল ফুজুল
  • সুফফা
  • পয়গম
  • ইসলামিয়া

কিছু সুন্দর সংগঠনের নাম

  • Humane Society
  • Global Giving
  • Impact Hub
  • Show of Empathy
  • World Medical Relief
  • Action Institute
  • Angel Reach
  • Partners in Health
  • Water for the Poor
  • Child Care Services
  • Feed The Poor
  • Green Peace
  • Helping Hands
  • The Greater Purpose
  • Living Science
  • Cancer Care
  • Dream Alive Center
  • Global Fund for Women
  • Donors Choice
  • Clothe the Poor

আপনি চাইলে উপরের নাম গুলো থেকে যেকোন নাম নিয়েই আপনার সংগঠনের নামকরণ করতে পারেন। আবার এখান থেকে ধারণা নিয়ে ও নতুন করে আপনার নিজের মত করে কোন নাম তৈরি করে নিতে পারেন। তবে সংগঠনের নামকরণ করার পূর্বে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আর সেটা হল নামটি যেন অবশ্যই আনকমন এবং অর্থপূর্ণ হয়।

Google News